বাংলা ছবির অভিনেতা বনি সেনগুপ্ত (Bony Sengupta)। পারবো না আমি ছাড়তে তোকে, বরবাদ ইত্যাদি ছবিতে নিজের দুর্দান্ত অভিনয়ের কারণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে বাঙালি অভিনেত্রী কৌশানি মুখার্জীও (Kaushani Mukherjee) বেশ জনপ্রিয় বাঙালি অভিনেত্রীদের মধ্যে। বনি সেনগুপ্তর সাথে অনেক ছবিতেই তাকে দেখা গেছে অভিনয় করতে। সুজনেই সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। টলিউডের এই দুই সেলিব্রিটি একেঅপরকে ভালোবাসেন। প্রায়শই দুজনকে একত্রে দেখ অজয়।
সোশ্যাল মিডিয়াতেও দুজনেই একেঅপরের সাথে অনেক ছবি শেয়ার করেছেন। দীপাবলিতে বহু টলিউড সেলিব্রিটিরা নিজেদের ছবি শেয়ার করেছেন। এবার দুজনের আরো একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা বনি সেনগুপ্ত। ছবিতে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন অভিনেতা ও অভিনেত্রী। হালকা নীল রঙের শাড়িতে রয়েছেন অভিনেত্রী কৌশানি। অন্যদিকে বনির পরনে রয়েছে গাঢ় নীল রঙের কুর্তা। ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে আছেন দুজনেই। তবে লক্ষ্যণীয় বিষয় হল দুজনের নাকে নাক থেকে রয়েছে। সাথে দুজনেই হাসিমুখে রয়েছেন।
বনি কৌশানির এমন ঘনিষ্ঠ ছবি শেয়ার করা মাত্রই ছবি ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি লাইক পরে গিয়েছে ছবিতে। দর্শকের সংখ্যা চাঁপিয়েছে ৫০ হাজার। শেয়ার করা ছবিতে অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন কমেন্ট করে। এক নেতিজন বলেছেন, ‘ নাক ঘষাঘষি আর কতদিন? বিয়েটা সেরে নাও চটজলদি’।
View this post on Instagram














