বাঙালি দর্শক আর বাংলা সিনেমা দেখবে না তাও আবার হয় নাকি! আর বাংলা সিনেমার বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জী (Bonny Sentupta Kaushani Mukherjee) জুটি কিন্তু দর্শকদের কাছে বেশ প্রিয়। ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে দুজনের জুটি মন ছুঁয়েছিল দর্শকদের। সাথে ছবিটি টাইটেল ট্র্যাক আজ প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার প্রমাণ দিতে ব্যবহার হয়। কিন্তু এবার পারবো না ছাড়তে তোকে বলেও শেষ মেশ ব্রেকআপের পথে বনি-কৌশানি (Bonny Kaushani Break Up)।
টলিউডের অনেক তারকারাই প্রেম করেন, তবে সকলে নিজেদের প্রেমকে খোলসা করেন না। কিছু জুটি নিজেদের প্রেম গোপন রাখতে চাইলেও বনি-কৌশানি কিন্তু প্রথম থেকেই প্রেম নিয়ে বেশ খুল্লাম খুল্লা। সকলেই দুজনের প্রেমকাহিনীর কথা জানে। প্রায় ৭ বছর ধরে প্রেম করছেন দুজনে, অনেকের মতেই হয়তো শীঘ্রই বিয়ে করবেন দুজনে। তবে এবার বিচ্ছেদের খবর আসতেই মন খারাপ ভক্তদের।
টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে ব্রেক আপের পথে বনি-কৌশানি। কারণ বিগত এক সপ্তাহ নাকি একে ওপরের সাথে কথা পর্যন্ত বলেননি দুজনে। তাই অনেকেই মনে করছেন বিচ্ছেদের জল্পনায় হয়তো সত্যি! এবার বিতর্কের অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। এক সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তাদের সম্পর্ক নিয়ে। সাথে জানানো হয় টলিপাড়ার গুঞ্জনের কথা।
সব শুনে অভিনেত্রী জানান, ‘সমস্ত সম্পর্কেই মতবিরোধ হয়। আমার মনে হয় এমন সময়ে এক থাকা দরকার। আমি কি চাই সেটা বোঝা দরকার। সবটা ভেবে নিয়ে তারপর যে সিদ্ধান্তই নিয়ে না কেন সেটা পজিটিভ হোক বা নেগেটিভ নিশ্চই জানাবো। আমি নিজেই পরিষ্কার করে জানিয়ে দেব।
অর্থাৎ ইউ মুর্হুর্তে ব্রেকআপের গুঞ্জনকে পাত্তাই দেননি অভিনেত্রী। বদলে নিজেদের মধ্যেকার কিছু মন মালিন্যের কথা জানালেন, যেটা সব সমর্পকেই একটু আধটু হয়েই থাকে। তবে অভিনেত্রীর স্পষ্ট মন্তব্য ব্রেকআপ হলে সেটা নিজেই পরিষ্কার জানিয়ে দেবেন।
প্রসঙ্গত, বনি-কৌশানির বিচ্ছেদ নিয়ে এর আগেও গুঞ্জন উঠেছিল। বিগত বিধানসভা ভোটের সময় দুজনে পৃথক দলে যোগ দিয়েছিল। যেকারণে এনেকি ভেবেছিল হয়তো আলাদা হয়ে যাবে দুজনে। কিন্তু তা হয়নি বরং নিজেদের প্রেম অটুট আছে জানিয়ে দিয়েছিলেন বনি। এবারেও যেন এমনটাই হয়, এটাই প্রার্থনা ভক্তদের তরফ থেকে।