• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্স অফিয়াসে মুখ থুবড়ে পড়ল ‘লিডিং মোস্ট অ্যাক্টর’ বনির ‘আর্চির গ্যালারি’

Published on:

Bonny Sengupta Latest flim Archie'r Gallary gone flop

এই মুহূর্তে টলিউডের (Tollywood) যে তারকা সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছেয়ে আছেন তিনি হলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। টলিপাড়ার এই তারকাসন্তান অভিনেতা হিসেবে এখনও অবধি বিশাল কিছু করে উঠতে পারেননি। তাঁর কেরিয়ারের বেশিরভাগ ছবিই ফ্লপ। এসবের মাঝেই নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অভিনেতা। তবে এত কিছু সত্ত্বেও বনি কিন্তু নিজেকে টলিউডের ‘লিডিং মোস্ট হিরো’ বলেই মনে করেন।

‘বরবাদ’ হিরোর কেরিয়ারের দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যাবে ফ্লপের ছড়াছড়ি সেখানে। এবার আবার ইডির সৌজন্যে বক্স অফিসে বড় ঝটকা পেলেন অভিনেতা! গত ১০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বনির নতুন ছবি ‘আর্চির গ্যালারি’ (Archier Gallery)। আর সেই ছবির বক্স অফিস কালেকশনের দিকে তাকানো হলে লজ্জা পেয়ে যাবেন খোদ অভিনেতাই।

Archier Gallery, Archier Gallery box office collection, Bonny Sengupta

‘আর্চির গ্যালারি’র বক্স অফিস কালেকশন একেবারে আশানুরূপ নয়। একদিকে ইডি এবং অন্যদিকে ফ্লপ ছবির ধাক্কা- সব মিলিয়ে সময়টা এখন খুব খারাপ যাচ্ছে বনির। তবে এতকিছুর পরেও নিজেকে ইন্ডাস্ট্রির ‘লিডিং মোস্ট হিরো’ বলেই মনে করেন তিনি।

‘আর্চির গ্যালারি’ ফ্লপ হওয়ার সঙ্গে বনি যে কেরিয়ারে বেশ বড় রকমের ধাক্কা পেয়েছেন তা বলাই বাহুল্য। রিলিজের দিন থেকেই বক্স অফিসে ব্যবসা করতে ব্যর্থ হয়েছে অভিনেতার নতুন সিনেমা, জানা গিয়েছে, মোট ২০টি সিনেমাহলে রিলিজ করেছে ‘আর্চির গ্যালারি’। কিন্তু বক্স অফিস কালেকশন অত্যন্ত খারাপ।

Archier Gallery, Archier Gallery box office collection, Bonny Sengupta

যদিও এই প্রথম নয়, এর আগেও বনির একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অভিনেতার ঝুলিতে হিটের চেয়ে ফ্লপের সংখ্যাই বেশি। ঠিক সেই কারণেই নিজেকে ‘লিডিং মোস্ট হিরো’ বলার পর সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষ শোনেননি বনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই দু’বার ইডি দফতরে হাজিরা দিয়েছেন ‘বরবাদ’ অভিনেতা। প্রথমে টাকা নেওয়ার কথা স্বীকার করেননি বনি। অভিনেতা দাবি করেছিলেন, সমস্ত টাকা তাঁর অর্জিত। তাই সেই টাকা ফেরত দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তবে কয়েকদিন পর অবশ্য সেই ৪৪ লাখ টাকা ফিরিয়ে দেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥