• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভোটে হারলেও প্রেমের ইনিংসে প্রেমিক বনিকে নিয়ে দিব্যি খেলা চালিয়ে যাচ্ছেন কৌশানি

Published on:

Boni Sengupta Kaushani Mukherjee

টলিউডের কিছু নায়ক নায়িকাদের একেঅপরের সাথে দারুন মানায়। এই যেমন  বনি সেনগুপ্ত (bonny sengupta) আর কৌশানি মুখার্জি (koushani mukherjee)। ছবির পর্দা হোক বা বাস্তব জীবনে দুজনের জুটি কিন্তু সুপার হিট। আর বাস্তবেও কিন্তু একেঅপরকে ভালোবাসে দুজনে। টলিউডের প্রেমিক জুটির কথা উঠলে একেবারে প্রথম দিকেই আসবে বনি কৌশানির জুটির কথা।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন এই দুই টলি তারকা। বিধানসভা ভোটের আগেই বনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। অন্যদিকে বনির প্রেমিকা কৌশানির মা পিয়া সেনগুপ্ত তৃণমূলে যোগ দিয়েছিলেন। যা দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন সকলে। তবে দুজন ভিন্ন দলে গেলেও সমস্যা হয়নি। কারণ ভোট মিটতেই ফের চুটিয়ে প্রেম করছেন বনি কৌশানি।

Boni Sengupta Kaushani Mukherjee

ভোটের সময় বিজেপিতে যোগ দেবার আগে কিন্তু তৃণমূলেই ছিলেন বনি। কিন্তু ভোট সামনে আসতেই দলে থেকে যোগ্য সন্মান পাননি বলেন অভিনেতা। এই বলেই বিজেপিতে যোগদান করেছিলেন বনি। তবে বিজেপিতে যোগ দিয়েও প্রার্থী হিসাবে দেখা যায়নি তাকে। তারপর থেকেই কিছুদিন সেভাবে দেখতে পাওয়া যায়নি অভিনেতাকে। তবে ভোট মিটতেই ফের হাজির হয়েছেন তিনি।

Boni Sengupta,Kaushani Mukherjee,Tollywood,বনি সেনগুপ্ত,কৌশানি মুখার্জী

অন্যদিকে কৌশানি আবার তৃণমূলের তরফে প্রার্থী হয়ে কৃষ্ণনগর উত্তরে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেখানে বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে হেরে গিয়েছেন অভিনেত্রী। হেরে যাওয়ার পর কিছুদিন অভিনেত্রীর খোঁজ না পাওয়া গেলেও বর্তমানে প্রেমিক বনির সাথে ফের দেখা যাচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়াতে নিজের দুর্দান্ত সব ছবি সরে করছেন কৌশানি যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ছে।

Boni Sengupta,Kaushani Mukherjee,Tollywood,বনি সেনগুপ্ত,কৌশানি মুখার্জী

প্রেমিকার এমন হট ছবি দেখে বনির মন্তব্য, ‘আয়ে হায়ে হিরোইন ইজ ব‍্যাক’। অবশ্য উত্তর দিতে পিছপা হননি অভিনেত্রীও, কৌশানি লিখেছেন,’ হ্যাঁ ফিরেছি’। একইভাবে আরেকটি ছবিতে বাথটাবে দেখা যাচ্ছে কৌশানিকে। ছবিটির আবার কে তুলে দিয়েছে তা মেনশন না করে প্রশ্ন করেছেন বনি। যার উত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘কে তুলে দিয়েছে ছবিটা সেটা সবাই জানে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥