• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইউটিউবে ভিডিও বানিয়ে মাস গেলে ১০ লক্ষ টাকা আয় বংগাই কিরণের ! তার কাছে চাকরির চাইলেন সৌরভ

এই মুহূর্তে বাংলা বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব (Youtube) , আর এই দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় নাম হল কিরণ দত্ত (Kiran Dutta)। তিনি বাংলা ইউটিউবারদের এক নতুন দিশা দেখিয়েছেন। ইঞ্জিনিয়ারিং এর ছাত্র কিরণ কোনও কর্পোরেট জগতে পা না দিয়ে পেশা এবং নেশার মতো বেছে নিয়েছেন ইউটিউবকেই , শুধু তাই নয় নিজেকে প্রমাণ করে দেখিয়ে কিরণ হয়ে উঠেছেন সকলের প্রিয় বং গাই।

সম্প্রতি জি বাংলার রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিলেন ইউটিউবের বিভিন্ন মাধ্যমের তারকারা। সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সপ্তাহ শেষে দর্শকদের মনের ক্লান্তি দূর করায় কিন্তু ‘দাদাগিরি’ (Dadagiri) -র জুড়ি মেলা ভার। তাই সপ্তাহের শেষ দুদিন ঘড়ির কাঁটা রাত সাড়ে ন’টার ঘরে যেতেই বাচ্চা থেকে বুড়ো সকলেই নিজের নিজের কাজ শেষ করে পছন্দের দাদাগিরি দেখতে বসে যান সকলে।

   

Kiran dutta,Dadagiri,sourav Ganguly,YouTube,কিরণ দত্ত,দাদাগিরি,ইউটিউবার,সৌরভ গাঙ্গুলি

এই শোয়ের বিভিন্ন এপিসোডে নিত্যনতুন চমক নিয়ে হাজির হয় সৌরভ। কখনও সিনেমা প্রমোশনের উদ্দেশ্যে আবার কখনও শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করতে দাদাগিরির মঞ্চে হাজির হন সিনেমা থেকে সিরিয়ালের একাধিক সেলিব্রেটিরা।এই মঞ্চেই এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত , ঝিলাম গুপ্ত , তালপাতার সেপাইয়ের গায়ক সহ অনেকেই ।

Kiran dutta,Dadagiri,sourav Ganguly,YouTube,কিরণ দত্ত,দাদাগিরি,ইউটিউবার,সৌরভ গাঙ্গুলি

কিরণ এদিন জানান তার গোটা জার্নির কথা ,তার শুরু সেখান থেকে জনপ্রিয় হওয়া সবটাই। তিনি এও জানান ফেসবুক আর ইউটিউবে ভিডিও বানিয়েই লক্ষ লক্ষ টাকার মালিক কিরণ ,মাস গেলে তিনি আয় করেন প্রায় ১০ লক্ষ টাকা। এই কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়লেন সৌরভ। ইউটিউবে ৩৬ লক্ষ সাবস্ক্রাইবার এবং ফেসবুকে ৩৫ লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর।

ধৈর্য ধরে ডিজিটাল মাধ্যমেই সংগ্রাম করে গিয়েছেন বং গাই। এরপর নিজের গানের ভিডিও ও প্রকাশ করেছেন তিনি ,ইতিমধ্যেই অভিনয় করেছেন একটি সিনেমাতেও। এই প্রসঙ্গে সৌরভ তাকে জিজ্ঞেস করেন , “জানি না আমার জিজ্ঞাসা করা উচিত হবে কিনা, তবুও ইউটিউব আর ফেসবুক থেকে কত আয় হয়?” কিরণের উত্তর , “ইঞ্জিনিয়ারিং এর কাজ গুলির থেকে প্রায় ৬ ৭ গুণ বেশি টাকা আয় করি ” এরপরেই সৌরভের মস্করা ,’আমাকে একটা চাকরি দেবে ?’ কিরনের উত্তর ,”নিশ্চই ”

 

site