ইদানিং সিরিয়াল মানেই দর্শকদের রোজকার বিনোদনের অন্যতম অঙ্গ। অবসরের সময়ে পছন্দের সিরিয়াল দেখা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন টিভির পর্দায় সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালে চরিত্রদের সাথে এক প্রকার আত্মীয়তার সম্পর্ক তৈরী হয়ে যায় দর্শকদের। ঠিক যেমনটা হয় সিরিয়ালের কলাকুশলীদের ক্ষেত্রেও।
সিরিয়ালের শুটিংয়ের জন্য দিনের বেশিরভাগ সময়টাই শুটিং ফ্লোরে কেটে যায় বেশিরভাগ কলাকুশলীদের। এইভাবে একটা সময় সিরিয়ালের শুটিং ফ্লোরই হয়ে ওঠে তারকাদের পরিবারের মত। পর্দার মতোই টিভির পর্দায় একসাথে অভিনয় করতে করতে সমস্ত কলাকুশলীদের মধ্যেও তৈরি হয়ে যায় একটা দারুণ বন্ডিং। কেউ কারো ভাই,বোন তো কেউ কারো বন্ধু কিংবা তৈরি হয় অন্য ধরনের সম্পর্ক।
কাল বাদে পরশু ভাইফোঁটা। এই বিশেষ দিনে বাড়ির দাদা-ভাইদের ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনায় ব্রতী হয়ে থাকেন বাড়ির দিদি বোনেরা। প্রসঙ্গত ইদানিং বাংলা সিরিয়ালে রয়েছে বেশ কিছু জনপ্রিয় ভাই বোনের জুটি। তালিকায় রয়েছে সাহেবের চিঠি সিরিয়ালের সাহেব এবং সারার ভাইবোনের জুটি। ধারাবাহিকে এই সাহেবের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন (Pratik Sen) অন্য দিকে সারা চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী ঐন্দ্রিলা বসু (Oindrila Bose)- কে।
তালিকায় রয়েছেন লক্ষ্মী কাকিমা সিরিয়ালের রিয়া এবং দেবদুলালও। এই ধারাবাহিকে রিয়া চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha) অন্যদিকে দেবদুলাল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌভিক বন্দ্যোপাধ্যায় (Souvik Banerjee)। এছাড়াও রয়েছে মিঠাই ধারাবাহিকের একটা এক ঝাঁক ভাই বোনের জুটি। মোদক পরিবারের তিন মেয়ে শ্রীনন্দা, শ্রীতমা,এবং শ্রীনিপা এই তিন বোন প্রতিবছর ফোঁটা দেয় সোম,সিদ্ধার্থ এবং স্যান্ডিকে। কিন্তু পর্দার বাইরে বাস্তবে তাদের সম্পর্কটা ঠিক কেমন সাম্প্রতি তারই হদিস দিয়েছে আনন্দবাজার অনলাইন।
সাহেবের চিঠি সিরিয়ালের সারা অভিনেত্রী ঐন্দ্রিলা জানিয়েছেন প্রতীক সেন সত্যিই তার বড় দাদার মতো। ফোঁটা না দিলেও পর্দার সাহেবের প্রতি তার অনুভূতিটা কিন্তু একই রকম। অভিনেত্রীর কথায় সিরিয়ালের প্রতিটা দৃশ্যের শুটিংয়ের সময় তিনি ভীষণভাবে সাহায্য করেন। কোথাও ভুল হলেও তা ধরিয়ে দেন অভিনেতা।
তবে পর্দার দিদিয়া অর্থাৎ মিঠাই সিরিয়ালের নন্দা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty) পর্দার সম্পর্ক পর্দার বাইরে নিয়ে যেতে নারাজ। তার কথায় ‘আমরা সবাই পেশাদার তাই ক্যামেরার সামনে সম্পর্ক গুলোকে পর্দার সামনেই রাখতে চাই। বাস্তবায়িত করার কোন বাসনা নেই।’ সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন তার নিজের দাদা আছে, তাছাড়া আরও একজন দাদা রয়েছে। তাদেরই তিনি প্রতি বছর ফোঁটা দেন। তাই সিড, সোম এই চরিত্রদের আলাদা করে ফোঁটা দেওয়ার তার নিজস্ব কোন ভাবনা নেই।
তালিকায় রয়েছে কালার্স বাংলার ‘টুম্পা অটোওয়ালি’ সিরিয়ালের ভাই বোন জুটি সায়ন বসু (Sayan Basu) এবং অনিশা চৌধুরীও (Anisha Chowdhury)। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছে অনিশার। এই অভিনেত্রীর কথায় ক্যামেরার সামনে যেমন তাদের ভাই বোনের সম্পর্ক অফ ক্যামেরাও নাকি তাদের সম্পর্কটা ভীষণ মজার। অল্প দিনেই নাকি তাদের মধ্যে জমে উঠেছে বন্ধুত্ব।