হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) দুই কিংবদন্তি অভিনেতা হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং ধর্মেন্দ্র (Dharmendra)। ‘শোলে’ ছবিতে জয়-বীরুর চরিত্রে তাঁদের অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শকমনে। তবে এবার এই দুই বর্ষীয়ান অভিনেতার বাংলোতেই বোমাতঙ্কের (Bomb) খবর ছড়িয়ে পড়ল। নাগপুর পুলিশের কাছ থেকে এই খবর পেয়েছে মুম্বই পুলিশ (Mumbai Police)। বিন্দুমাত্র দেরি না করে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা।
জানা গিয়েছে, অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়িতে বোমাতঙ্কের খবর পেয়ে অত্যন্ত সজাগ হয়ে গিয়েছে মুম্বই পুলিশ। যদিও প্রথমে বোমার খবরটি মায়ানগরীর পুলিশ পায়নি। জনৈক একজন ব্যক্তি নাগপুর পুলিশকে ফোন করে এই বিষয়ে প্রথমে জানান। খবর পাওয়া মাত্রই মুম্বই পুলিশকে সতর্ক করে দেন তাঁরা। সময় অপচয় না করে জয়-বীরুর বাড়িতে পৌঁছে যায় বম্ব স্কোয়াড।
মুম্বইয়ে ‘শেহেনশাহ’ অমিতাভ বচ্চনের মোট ৪টি বাংলো আছে। সেই ৪ বাংলোর নাম হল ‘জলসা’, ‘প্রতীক্ষা’, ‘জনক’ এবং ‘বৎস’। ‘বিগ বি’ তাঁর পরিবার নিয়ে ‘জলসা’য় থাকেন। অপরদিকে ‘প্রতীক্ষা’ হল তাঁর কেনা প্রথম বাংলো। সেখানেই থাকতেন অভিনেতার বাবা-মা।
ধর্মেন্দ্র আবার থাকেন মুম্বইয়ের জুহু এলাকায়। সেখানে একটি বাংলো রয়েছে তাঁর। স্ত্রী হেমা মালিনীর সঙ্গে সেই বাংলোতেই দিন কাটান বর্ষীয়ান অভিনেতা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘শোলে’ অভিনেতাদের বাড়িতে তল্লাশি করে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
এখনও পর্যন্ত কিছু উদ্ধার না হলেও মুম্বই পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে খবর। পাশাপাশি বোমাতঙ্কের খবর দিয়ে নাগপুর পুলিশকে কোন ব্যক্তি ফোন করেছিলেন সেই বিষয়েও খোঁজখবর চালানো হচ্ছে। জানা গিয়েছে, অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়িতে বোমাতঙ্কের খবর দেওয়াই শুধু নয়, সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছিলেন, ২৫ জন আগ্নেয়াস্ত্রধারী নাকি মুম্বইয়ের দাদার অঞ্চলে একটি হামলা করতে চলেছেন। সেই খবর পেয়ে ভিলে পার্লে, জুহু, গমদেবী এলাকার পুলিশও সতর্ক হয়ে গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর অমিতাভ বচ্চনের হাতে রয়েছে ঠাসা কাজ। বর্ষীয়ান অভিনেতাকে ‘গণপত’, ‘প্রোজেক্ট কে’র মতো বিগ বাজেট ছবিতে দেখা যাবে। অপরদিকে ফাঁকা বসে নেই ধর্মেন্দ্রও। বি টাউনের ‘অ্যাংরি ইয়ং ম্যান’কে দেখা যাবে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে।