• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঈশ্বরের কৃপায় ঠিক আছি! বোমা ফেটে আহত হওয়ার পর মুখ খুললেন সঞ্জয় দত্ত

Published on:

Bomb blast news in KD shooting set is baseless, tweets Bollywood superstar Sanjay Dutt

বুধবার বিকেলে হঠাৎ জানা যায়, কন্নড় ছবি ‘কেডি’ (KD) শ্যুটিং চলাকালীন বোমা ফেটে (Bomb Blast) গুরুতর আহত হয়েছেন বলিউড (Bollywood) সুপারস্টার সঞ্জয় দত্ত(Sanjay Dutt)। শুধু এটুকুই নয়, এই জানা যায়, সঞ্জুবাবা আহত (Injured) হওয়ার পর নাকি ছবির শ্যুটিংও বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ, হাত, কনুইয়ে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা। এবার নিজেই এই বিষয়ে মুখ খুললেন ‘মুন্নাভাই’ অভিনেতা।

বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত আস্তে আস্তে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে রাজত্ব কায়েম করা শুরু করছেন। ব্লকবাস্টার ‘কেজিএফ ২’র পর এবার ‘কেডি’তে কাজ করছেন অভিনেতা। জানা গিয়েছে, এই ছবিতেও খলনায়কের চরিত্রেই দেখা যাবে তাঁকে। জোরকদমে চলছে ছবির শ্যুটিং। কিন্তু গতকাল হঠাৎই জানা যায়, অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন ক্যান্সারজয়ী সঞ্জয়।

Bollywood superstar Sanjay Dutt got injured in a bomb blast while shooting for KD, Sanjay Dutt

প্রিয় অভিনেতার এত বড় দুর্ঘটনার খবর পেয়ে স্বাভাবিকভাবেই সঞ্জয়ের অনুরাগীরা প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছিলেন। সেই সঙ্গেই অভিনেতার আরোগ্য কামনা করছিলেন তাঁরা। তবে এবার বলিউড সুপারস্টার নিজেই জানালেন, বোমা ফেটে তাঁর আহত হওয়ার যে খবর জানাজানি হয়েছে তা একেবারে ভুয়ো এবং ভিত্তিহীন।

সঞ্জয় টুইট করে লেখেন, ‘আমার আহত হওয়ার খবর দেখতে পেলাম। আমি সবাইকে জানাতে চাই, এই খবরগুলি একেবারে ভিত্তিহীন। ঈশ্বরের কৃপায় আমি একেবারে ভালো এবং সুস্থ আছি। আমি ‘কেডি’র শ্যুটিং করছি এবং আমার প্রত্যেক দৃশ্যের শ্যুটিংয়ের সময় টিমের প্রত্যেকে অধিক সতর্ক থাকছে। আমার খোঁজ নেওয়ার জন্য এবং আমার জন্য চিন্তা করার জন্য সকলকে ধন্যবাদ’।


সঞ্জুবাবার এই টুইট দেখার পর দুশ্চিন্তামুক্ত হয়েছেন তাঁর অনুরাগীরা। অভিনেতার টুইটের রিপ্লাই করে অনেকে যেমন লিখেছেন, ‘ঈশ্বরের অশেষ ক্রিপ। কারা যে এসব ভুলভাল খবর রটায় কে জানে’। বোমা ফেটে সঞ্জয়ের আহত হওয়ার খবর কীভাবে রটল তা অবশ্য এখনও জানা যায়নি।

Sanjay Dutt, Sanjay Dutt injured, Sanjay Dutt injured in bomb blast, Sanjay Dutt bomb blast

প্রসঙ্গত উল্লেখ্য, কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করার পর সঞ্জয়ের হাতে এখন ঠাসা কাজ রয়েছে। দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক ছবি ছাড়াও বলিউডের প্রচুর প্রোজেক্টেও দেখা যাবে অভিনেতাকে। সদ্য শাহরুখ খানের আগামী ছবি ‘জওয়ান’এর একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং সম্পূর্ণ করেছেন অভিনেতা। এছাড়াও তাঁর হাতে রয়েছে বহুপ্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’। সেই ছবিতে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টির সঙ্গে দেখা যাবে বি টাউনের ‘মুন্নাভাই’কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥