• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই সিনেমার মত আদর্শ শ্বশুরবাড়ি! একদম মা মেয়ের মত সম্পর্ক বলিউডের এই ৫ শাশুড়ি-বৌমা জুটির

শাশুড়ি-বৌমা মানেই সম্পর্কটা হবে একেবারে আদায় কাঁচকলায়। শাশুড়ি মা (Mother in law) নিজের ছেলের ছাড়তে নারাজ, আবার বৌমাও স্বামীকে নিজের কাছে রাখতে চান। সিরিয়ালগুলির সৌজন্যে শাশুড়ি-বৌমার (Daughter in law) সম্পর্কটা এখন যেন এমনই মনে হয়। তবে বাস্তবে কিন্তু সব সময় এমনটা হয় না। অনেক সময়ই এমন অনেক শাশুড়ি-বৌমার সম্পর্ক দেখতে পাওয়া যায়, যা দেখে মনে হয় যেন মা-মেয়ে। বলিউডেও (Bollywood) এমন বহু নজির রয়েছে। আজকের প্রতিবেদনে বলিউডের সেরা ৫ শাশুড়ি-বৌমা জুটির নাম তুলে ধরা হল।

ঐশ্বর্য রাই এবং জয়া বচ্চন (Aishwarya Rai and Jaya Bachchan)- ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী ঐশ্বর্য এখন বচ্চন পরিবারের পুত্রবধূ। অভিষেক বচ্চনের ঘরণী তিনি। সেই ঐশ্বর্য এবং তাঁর শাশুড়ি, তথা অভিনেত্রী জয়া বচ্চনের মধ্যে কিন্তু সম্পর্ক দারুণ। মাঝেমধ্যে বচ্চন পরিবারে ফাটলের গুঞ্জন শোনা গেলেও, সেগুলি যে ডাহা মিথ্যে, তা বারংবার জয়া এবং ঐশ্বর্য প্রমাণ করে এসেছেন।

   

Aishwarya Rai and Jaya Bachchan

করিনা কাপুর এবং শর্মিলা ঠাকুর (Kareena Kapoor and Sharmila Tagore)- ২০১২ সালে বলি অভিনেতা সইফ আলি খানের সঙ্গে সাত পাক ঘোরেন করিনা কাপুর খান। সইফ যে নামী অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র তা কারোরই অজানা নয়। বিয়ের পর থেকে শাশুড়ি শর্মিলার সঙ্গেই থাকেন বেবো। শোনা যায়, তাঁদের দু’জনের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। আবার একে অপরকে প্রচণ্ড সম্মানও করেন।

Kareena Kapoor and Sharmila Tagore

আলিয়া ভাট এবং নীতু কাপুর (Alia Bhatt and Neetu Kapoor)- চলতি বছরের এপ্রিল মাসে ঋষি কাপুর এবং নীতু কাপুরের পুত্র রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রণবীরের মা তথা অভিনেত্রী নীতু কাপুরের সঙ্গে আলিয়ার রসায়ন দুর্দান্ত। শাশুড়ি-বৌমা নন, তাঁরা যেন একে অপরের ‘বেস্ট ফ্রেন্ড’। বৌমার থেকে স্টাইলিংয়ের টিপস নেওয়া থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া, নীতু-আলিয়া একসঙ্গে সবকিছুই করেন।

Neetu Kapoor and Alia Bhatt

সোহা আলি খান এবং জ্যোতি খেমু (Soha Ali Khan and Jyoti Khemu)- মনসুর আলি খান পটৌডি এবং শর্মিলা ঠাকুরের কন্যা তথা অভিনেত্রী সোহা আলি খান এই মুহূর্তে খেমু পরিবারের পুত্রবধূ। ২০১৫ সালে অভিনেতা কুণাল খেমুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। শোনা যায়, কুণালের মা তথা অভিনেত্রী জ্যোতি খেমুর সঙ্গে সোহার সম্পর্ক দারুণ।

Soha Ali Khan and Jyoti Khemu

নূতন এবং একতা (Nutan and Ekta Sohini)- জনপ্রিয় অভিনেত্রী নূতনকে কে না চেনে! নিজের অভিনয়ের মাধ্যমে এখনও দর্শকদের মনে রয়েছেন তিনি। সেই নূতনের ছেলে হলেন জনপ্রিয় অভিনেতা মনীশ বেহল।

Nutan and Ekta Sohini

মনীশের স্ত্রী হলেন চলচ্চিত্র এবং ধারাবাহিকের দুনিয়ার নামী অভিনেত্রী একতা সাহানি। নূতনের মৃত্যুর এক বছর পর মনীশ এবং একতার বিয়ে হয়েছিল। তবে নূতন এবং একতার মধ্যে সম্পর্ক ভালো ছিল বলেই শোনা যায়।