• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ ঘন্টায় রামায়ণ! বলিউডের ছবিতে রাবণ কেজিএফ খ্যাত যশ, ফাঁস হল শ্রীরাম চরিত্রের অভিনেতার নাম

Published on:

Bollywood version of Ramayan KGF fame Yash will be Raavan Hrithik Roshan might beecame Raam

শীঘ্রই বড়পর্দায় আসছে ‘রামায়ণ’ (Ramayan)। গত কয়েক মাস ধরেই এই প্রোজেক্টের কথা শোনা গেলেও, এতদিন অবধি বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে এবার ছবিটি ঘিরে একটি বড় আপডেট সামনে এসেছে, যা শোনার পর দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। জানিয়ে রাখি, সম্প্রতি জানা গিয়েছে মেগা বাজেট এই ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করতে চলেছেন ‘কেজিএফ’ খ্যাত সুপারস্টার যশ (Yash)।

হ্যাঁ, ঠিকই দেখছেন। বলিউডের (Bollywood) এই বিশাল বাজেটের সিনেমায় লঙ্কেশের (Raavan) চরিত্রে দেখা যাবে ‘রকি ভাই’কে। অবশ্য শুধুমাত্র রাবণের চরিত্রেই নয়, শ্রীরামের চরিত্রেও রয়েছে বড় চমক। একদিনে যেমন লঙ্কেশের চরিত্রে অভিনয় করছেন সাউথ সুপারস্টার যশ, তেমনই রামের (Ram) চরিত্রে দেখা যাবে বলিউডের এই নামী সুপারস্টারকে। পর্দায় দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Yash as Raavan in Ramayan

‘রামায়ণ’ নিয়ে অতীতে বহু টেলিভিশন শো, সিনেমা তৈরি হয়েছে। সাম্প্রতিককালেই ‘রামায়ণ’এর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘আদিপুরুষ’ (Adipurush)। যদিও সেই ছবিতে রাম-রাবণের লুক নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। যে কারণে পিছিয়ে গিয়েছে ছবির রিলিজ। এবার ফের একবার ‘রামায়ণ’এর কাহিনী নিয়ে আসছে আরও একটি ছবি।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নীতেশ তিওয়ারি এবং মধু মন্টেনা নির্দেশিত ‘রামায়ণ’এ রাবণের চরিত্রে অভিনয় করা নিয়ে যশের সঙ্গে কথাবার্তা হয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে বলিউড সুপারস্টার রণবীর কাপুরকেও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

Yash and Ranbir Kapoor

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যশের কাছে এই মুহূর্তে প্রচুর সিনেমার অফার যাচ্ছে। তবে তার মধ্যে থেকে ৪-৫টি চিত্রনাট্য বেছে নিয়েছেন তিনি। এর মধ্যে একটি হল ‘রামায়ণ’এর স্ক্রিপ্ট। শোনা গিয়েছে, ছবির প্রি-ভিজুয়ালাইজেশন দারুণ পছন্দ হয়েছে সাউথ সুপারস্টারের। শীঘ্রই ‘রামায়ণ’ টিমের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালে একটি সাক্ষাৎকারে ‘রামায়ণ’এর কথা ঘোষণা করেছিলেন নীতেশ এবং মধু। প্রথমে এই ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করার কথা ছিল বলিউড সুপারস্টার ঋত্বিক রোশনের। কিন্তু এখন শোনা যাচ্ছে, ‘বিক্রম বেধা’র পর আর ভিলেনের চরিত্রে অভিনয় করতে চাইছেন না তিনি। তাই এই চরিত্রের প্রস্তাব পাঠানো হয়েছে ‘রকি ভাই’ যশের কাছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥