• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধর্মেন্দ্র থেকে সালমন, বলিউডের সুপারস্টার হয়েও ফিল্মফেয়ার পুরস্কার জিততে পারেননি এই ৫ অভিনেতা

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বয়স দেখতে দেখতে সাত দশকেরও বেশি হয়ে গিয়েছে। বছরের পর বছর ধরে বহু অভিনেতা বলিপাড়ায় রাজত্ব করছেন। দিলীপ কুমার, অমিতাভ বচ্চন হয়ে শাহরুখ খানদের জমানা দেখেছে বলিপ্রেমী মানুষরা। এখন আবার শুরু হতে চলেছে আরিয়ান খান, অগস্ত্য নন্দার মতো তারকা সন্তানদের জমানা। তবে আপনি কি জানেন, বলিউডের ইতিহাসে এমন বহু সুপারস্টার (Bollywood Superstars) রয়েছেন, যারা দশকের পর দশক ধরে বলিউডে রাজত্ব করলেও, এখনও একটিও ফিল্মফেয়ার পুরস্কার জিততে পারেননি।

Salman Khan

   

সলমন খান :-  বলিপাড়ার ‘ভাইজান’ বলে সম্বোধন করা হয় তাঁকে। দীর্ঘ ২৭ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন সলমন ((Salman Khan))। একাধিক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এত বছর বলিউডে কাটিয়ে ফেলার পরেও এখনও অবধি একটিও ফিল্ম ফেয়ার পুরস্কার জিততে পারেননি সলমন।

Akshay Kumar

অক্ষয় কুমার :- বলিউডের অন্যতম সেরা এবং সফল অভিনেতাদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ‘খিলাড়ি’ হিসেবে জনপ্রিয় এই অভিনেতা নিজের কেরিয়ারে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তবে দর্শকদের বহু সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরেও এখনও পর্যন্ত একটিও ফিল্ম ফেয়ার পুরস্কার জিততে পারেননি অক্কি।

Dharmendra

ধর্মেন্দ্র : – বলিউডের ‘হিম্যান’ বলা হয় ধর্মেন্দ্রকে (Dharmendra)। নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করা এই অভিনেতার নামও এই তালিকায় রয়েছে। দর্শকদের একাধিক সুপারহিট ছবি উপহার দেওয়ার পরেও এখনও পর্যন্ত একটিও ফিল্ম ফেয়ার পুরস্কার জিততে পারেননি ধর্মেন্দ্র।

Ajay Devgan

অজয় দেবগণ :- বলিউডের ‘সিংঘম’ হিসেবে জনপ্রিয় অজয় দেবগণও (Ajay Devgan) নিজের কেরিয়ারে একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। তাঁর প্রচুর অনুরাগীও রয়েছে। তবে এখনও পর্যন্ত একটিও ফিল্ম ফেয়ার পুরস্কার জিততে পারেননি অজয়।

Govinda

গোবিন্দা :- নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দার (Govinda) নামও এই তালিকায় রয়েছে। নিজের কেরিয়ারে একাধিক সুপারহিট অভিনয় করার পরেও একটিও ফিল্ম ফেয়ার পুরস্কার জিততে ব্যর্থ হয়েছেন বলিপাড়ার ‘হিরো নম্বর ওয়ান’।