বলিউডের এমন অনেক অভিনেতা (Bollywood actor) রয়েছেন যারা হয়তো এখন আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁদের কাজের মাধ্যমে এখনও জীবিত রয়েছেন সকলের মনে। এমনই একজন অভিনেতা হলেন সুপারস্টার বিনোদ খান্না (Vinod Khanna)। সত্তর-আশির দশকে বলিউডের শীর্ষ স্থানীয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন তিনি। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের।
কিন্তু একসময়ের বলিউডের অন্যতম সেরা অভিনেতার শেষ সময়ে যা করুণ পরিণতি হয়েছিল তা জানলে চোখে জল আসবেই। বলিউড সুপারস্টার হলেও বিনোদ খান্না শেষ জীবনে পাশে পাননি নিজের কোনও ছেলেমেয়েকে। এমনকি তাঁর মুখাগ্নিও করেনি কোনও ছেলে!
কলেজে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা শুরু বিনোদের। কলেজে পড়তে পড়তেই থিয়েটারে যোগ দেন অভিনেতা। অভিনয়ের প্রতিও টান সেখান থেকেই। থিয়েটারের সূত্রেই স্ত্রী গীতাঞ্জলি তালেয়ার খানের সঙ্গে প্রথম আলাপ তাঁর। তিনিই ছিলেন অভিনেতার প্রথম স্ত্রী।
থিয়েটার করার সময়ই কিংবদন্তি সুনীল খান্নার নজরে পড়েন বিনোদ। খুলে যায় বলিউডের দরজা। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মন কা মিত’ ছবির হাত ধরে অভিনয় জীবন শুরু তাঁর। এরপর ‘রোটি কাপড়া অউর মকান’, ‘অচানক’, ‘পূরব অউর পশ্চিম’ সহ বহু সুপারহিট ছবি উপহার দেন দর্শকদের।
অবশ্য শুধুমাত্র কাজের জন্যই নয়, নিজের বিতর্কিত ব্যক্তিগত জীবনের সৌজন্যেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন বিনোদ। গীতাঞ্জলিকে বিয়ের পর প্রথমে তাঁদের সংসার জীবন খুব সুখে কেটেছিল। দুই ছেলে রাহুল এবং অক্ষয়কে নিয়ে সুখে ছিলেন তাঁরা। কিন্তু ১৯৮২ সালে আধ্যাত্মিক টানের কারণে যখন সংসার, বলিউড থেকে বিদায় নেন বিনোদ, তখন বাঁধে বিপত্তি।
স্বামীর এই অবস্থা দেখে তাঁকে ডিভোর্স দিয়ে দেন গীতাঞ্জলি। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে ফের সব ছেড়ে বলিউডে ফিরে আসেন বিনোদ। শুরু করেন কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। সেই সঙ্গেই পা রাখেন রাজনীতির ময়দানেও। জীবনের এই পর্যায়েই অভিনেতার নাম জড়িয়েছিল অমৃতা সিংয়ের সঙ্গে। কিন্তু অভিনেত্রীর মা তাঁদের সম্পর্ক মানেননি। এরপর কবিতা দাফতারি নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান বিনোদ এবং তাঁকেই বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর জন্ম হয় বিনোদের এক ছেলে এক মেয়ের।
২০১৭ সালে বলিউডের এই কিংবদন্তি অভিনেতার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে বলে জানা যায়। কিন্তু জানা যায়, জীবনের শেষ দিনগুলি প্রচণ্ড অবহেলার সঙ্গে কেটেছিল তাঁর। ৪ সন্তান থাকলেও কেউ তাঁর কাছে যেত না। শরীরও একেবারে ভেঙে পড়েছিল। সেই বছরই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন অভিনেতা। জানা যায়, মারা যাওয়ার পর বিনোদের মুখাগ্নিটুকুও করেনি কোনও ছেলে! একসময় বলিউড কাঁপানো সুপারস্টারের মৃত্যুর পর যে এমন পরিণতি হবে তা হয়তো কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেনি।