শাহরুখ খান (Shahrukh Khan) নামটাই যথেষ্ট ! তাই আলাদা করে এই বলিউড (Bollywood) বাদশাহর আর পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। বরাবরই কিং খানকে এক ঝলক দেখার জন্য পাগল তার অসংখ্য অনুরাগী। মেয়েরা তো বটেই সেইসঙ্গে শাহরুখের পুরুষ অনুরাগীদের সংখ্যাও কিন্তু রয়েছে চোখে পড়ার মতো। আর এখন তো দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও রয়েছেন অগণিত শাহরুখ ভক্ত। গালে টোল পড়া এই অভিনেতার সংলাপ বলার কায়দা থেকে শুরু করে তুখোর অভিনয় বারবারই মন জিতে নিয়েছে সিনেমাপ্রেমীদের।
তবে শুধু একজন অভিনেতা নয় মানুষ হিসাবেও শাহরুখের রয়েছে অগণিত ভক্ত। তাই তাঁর জন্মদিনে যেমন মান্নতের বাইরে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় মুম্বাই পুলিশ। এমনকি আমেরিকার অ্যাম্বাসেডরও অপেক্ষায় থাকেন তাঁর সাথে দেখা করার জন্য। তবে তিনি কিন্তু শুধু নামেই কিং খান নন সেইসাথে তাঁর রয়েছে রাজার মত এক বড় মনও। এত বড় একজন সুপারস্টার হয়েও কখনই হতাশ করেন না নিজের অনুরাগীদের।
সকলের ইচ্ছা পূরণের জন্যই যথাসাধ্য চেষ্টা করতে দেখা যায় শাহরুখকেও। সম্প্রতি এমনই একজন শাহরুখ ভক্ত মহিলা অনুরাগীর অনুরোধ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কলকাতার খড়দার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত শিবানী চক্রবর্তী শাহরুখের অন্ধ ভক্ত। ৬০ বছর বয়সী এই বৃদ্ধার বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে শাহরুখের প্রায় দু’হাজারটি সিনেমার পোস্টার। আজ অব্দি নাকি বলিউড বাদশাহর একটা ছবিও মিস করেননি তিনি।
এমনকি বহু ছবি এমনও রয়েছে যা তিনি একাধিকবার দেখেছেন পর্দায়। এমনকি ক্যান্সার আক্রান্ত অবস্থাতেও তিনি দেখেছেন শাহরুখ দীপিকা অভিনীত পাঠান সিনেমাটিও। আসলে শিবানীদেবীর জীবনের সবটা জুড়ে রয়েছেন এই বলিউড বাদশা। তাই চিকিৎসকদের কাছ থেকে জবাব পাওয়ার পর থেকেই মৃত্যুর জন্য দিন গোনার পাশাপাশি শিবানী দেবীর এখন একমাত্র ইচ্ছা নিজের স্বপ্নের মানুষ শাহরুখ খানের সাথে অন্তত শেষবারের মতো একবার দেখা করা। সকলেই জানেন বাংলার সাথে আলাদা এই যোগসূত্র রয়েছে শাহরুখের।
কলকাতাকে নিজেরই বাড়ি মনে করেন শাহরুখ। তাই অভিনেতাকে নিজের হাতে মাছের ঝোল ভাত রেঁধে খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন শিবানী দেবী। এছাড়াও তিনি চান তার মেয়ের বিয়েতে শাহরুখ এসে তার মেয়েকে আশীর্বাদ করে যান। শিবানী দেবীর এই আবদার পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করছেন তাঁর মেয়ে। মায়ের ইচ্ছার কথা জানিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট ভাইরাল হতেই সম্প্রতি নজরে পড়েছে স্বয়ং শাহরুখ খানেরও।
A 60 Year old SRK FAN from Kolkata
Who is Fighting with Cancer at Last Stage, Her Dream was to Meet SRKAs Soon as #SRK Heard about this, He called her from his Busy Schedule & had a Good talk of 40 mins also He Promised to Help her Financially
How cam someone be so Humble ????❤️ pic.twitter.com/rNvfsjURhD
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) May 23, 2023
আর তারপরেই তিনি নিজে থেকেই মান্নাতে বসে ভিডিও কল করে কথা বলেছেন শিবানী দেবীর সাথে। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও টানা ৪০ মিনিট ধরে শিবানী দেবীর সাথে কথা বলেছেন শাহরুখ। সেই সাথে তাঁকে সমস্ত রকম অর্থ সহযোগিতা করার কথাও দিয়েছেন শাহরুখ। এছাড়া শিবানী দেবীর মেয়ের বিয়েতে নিজেই উপস্থিত হওয়ার কথা জানিয়েছেন শাহরুখ।
এ ছাড়া তিনি জানিয়েছেন এবার কলকাতায় আসলে তিনি নিজে থেকেই দেখা করবেন শিবানী দেবীর সাথে। সেইসাথে তাঁর হাতের মাছের ঝোল ভাত খাওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ। আর শাহরুখের এই ব্যবহারে আরও একবার মুগ্ধ হয়েছেন তার অসংখ্য অনুরাগী। আর এভাবেই আরও একবার নিজের বড় মনের পরিচয় দেওয়ায় অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন কিং খানকে।