• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০০ কোটি আটকায় সাধ্য কার! ‘পাঠান’ এর নতুন ট্রেলার প্রকাশ্যে আসতেই উচ্ছসিত শাহরুখ ভক্তরা

Published on:

Bollywood superstar Shah Rukh Khan starrer Pathaan new poster is out now

দীর্ঘ ৪ বছর ধরে বড়পর্দা থেকে নায়ক হিসেবে দূরে রয়েছেন বলিউড সুপারস্টার (Bollywood superstar) শাহরুখ খান (Shah Rukh Khan)। আগামী বছর ‘পাঠান’ ছবির হাত ধরে ফের কামব্যাক করছেন তিনি। দর্শকমহলে এই ছবিটি ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই চরমে উঠেছে। শাহরুখকে নিয়ে চর্চাও লেগেই রয়েছে নেটপাড়ায়। এর মধ্যেই ‘পাঠান’এর (Pathaan) নতুন পোস্টারে একেবারে অ্যাকশন অবতারে ধরা দিলেন ‘কিং খান’।

আগামী বছর এক-দু’টো নয়, পরপর তিনটি সিনেমা নিয়ে আসছেন শাহরুখ। এর মধ্যে প্রথমেই রিলিজ করবে ‘পাঠান’। এরপর ‘জওয়ান’ এবং ‘ডানকি’ রয়েছে অভিনেতার হাতে। তবে পাঠান’ যেহেতু আগামী ২৫ জানুয়ারি রিলিজ করবে, তাই এই ছবিটি ঘিরে দর্শকমহলে উত্তেজনা বেশ ভালোভাবেই পরিলক্ষিত হচ্ছে।

Pathaan movie

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে বলি সুন্দরী দীপিকা পাড়ুকোনকে। অপরদিকে জন আব্রাহামকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলে শোনা গিয়েছে। ‘পাঠান’এর ট্রেলারের সৌজন্যে ইতিমধ্যেই দর্শকরা জেনে গিয়েছেন একেবারে জমজমাট অ্যাকশনের ছবি হতে চলেছে এটি। সেই সঙ্গেই থাকবে হালকা রোম্যান্সের ছোঁয়াও।

‘পাঠান’ রিলিজ করতে দেড় মাস মতো বাকি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির নতুন পোস্টার। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের তরফ থেকে শেয়ার করা সেই পোস্টারে অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন ‘কিং খান’। ছবিতে দেখা যাচ্ছে, ঘাড়ে বন্দুক ধরে দাঁড়িয়ে রয়েছেন পর্দার ‘পাঠান’। শাহরুখকে দেখে কে বলবে দেখতে দেখতে ৬০ বছর বয়স হতে চলল তাঁর!

Pathaan new poster, Shah Rukh Khan Pathaan look

‘বাদশা’র ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে দর্শকমহলে। একের পর এক কমেন্ট করে সেখানে ভরিয়ে দিয়েছেন তাঁরা। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘গ্র্যান্ড কামব্যাকের জন্য দারুণ প্রস্তুতি’। আর একজন আবার লিখেছেন, ‘ এই সিনেমা বক্স অফিসে বাম্পার সুনামি আনবে’।

প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি শাহরুখ-দীপিকা-জনের ‘পাঠান’ রিলিজ করার পর ২ জুন মুক্তি পাবে ‘জওয়ান’। এই ছবিতে বলিউড সুপারস্টারের বিপরীতে দেখা যাবে সাউথের ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে। এরপর আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে ‘ডানকি’। এই ছবিতে ‘কিং খান’এর সঙ্গে জুটি বেঁধেছেন তাপসী পান্নু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥