খবরবিনোদনসিনেমা

৩ দিনে আয় ৩০০ কোটি, ‘পাঠান’ জ্বরে কাবু গোটা বিশ্ব! সাফল্যের মাঝেই বিশেষ বার্তা দিলেন শাহরুখ

শুধুমাত্র ভারতের নয়, গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষরা এই মুহূর্তে ‘পাঠান ম্যানিয়া’য় (Pathaan) আক্রান্ত। চার বছর পর ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি ঘিরে দর্শকমহলে যে পরিমাণ উত্তেজনা দেখা যাচ্ছে তা সাম্প্রতিক অতীতে আর কোনও বলিউড (Bollywood) ছবিকে কেন্দ্র করে দেখা যায়নি। রিলিজের তিন দিনের মধ্যে বক্স অফিসে প্রায় ২১টি রেকর্ড ভেঙে ফেলেছে ‘কিং খান’এর সিনেমা।

শাহরুখের ‘জিরো’ বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হলেও, ‘পাঠান’এর বিজয়রথ ছুটেই চলেছে। মুক্তির আগে ছবিটি একাধিক বিতর্কে জড়ালেও রিলিজের পর থেকে ‘পাঠান’ পেয়েছে শুধুমাত্র দর্শকদের ভালোবাসা। কামব্যাক ছবির গগনচুম্বী সাফল্যের মাঝেই এবার বিশেষ বার্তা দিলেন ‘কিং খান’। যা দেখার পর ফের একবার মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা।

Pathaan, Shah Rukh Khan

রিলিজের আগে ‘পাঠান’ ঘিরে শত বিতর্ক হলেও মুখে কুলুপ এঁটে ছিলেন শাহরুখ। হয়তো বক্স অফিস কালেকশনের মাধ্যমেই নিন্দুকদের জবাব দিতে চেয়েছিলেন ‘বাদশা’। আর এবার ‘পাঠান’এর আকাশছোঁয়া সাফল্যের পর অবশেষে মুখ খুললেন তিনি।

টুইটারে শাহরুখ লেখেন, ‘সাঁতরে ফিরে আসার জন্য কোনও জিনিস বাঁচিয়ে রাখা যায় না। ফিরে আসার তো কোনও পরিকল্পনা হয় না। বরং সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হল জীবন। ফিরে আসার চেষ্টা নয়, বরং যেটা শুরু করেছিলে সেটা শেষ করার চেষ্টা করো। একজন ৫৭ বছর বয়সী মানুষের উপদেশ এটা’।


এই মুহূর্তে বক্স অফিসে রাজত্ব করছে শাহরুখের ‘পাঠান’। রিলিজের দিনই ১০০ কোটির ব্যবসা করেছিল এই সিনেমা। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, এই নজির আর কোনও বলিউড সিনেমা স্পর্শ করতে পারেনি। তৃতীয় দিনের শেষে ‘পাঠান’এর বক্স অফিস কালেকশন পেরিয়ে গিয়েছে ৩০০ কোটির গণ্ডি।

Shahrukh Khan pathaan Makes record in Pre Booking makes record revenue selling 2.5 lakh tickets

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত মেগা বাজেট ছবি ‘পাঠান’ যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’এর অংশ। শাহরুখকে সিনেমায় ‘পাঠান’ নামের একজন স্পাইয়ের চরিত্রে দেখা গিয়েছে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি, ‘ওয়ার’এর পর যশ রাজের ‘স্পাই ইউনিভার্স’এর নবতম সংযোজন হল শাহরুখের ‘পাঠান’।

Back to top button