বলিউডের (Bollywood) নামী অভিনেতা (Actor) সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এখন আস্তে আস্তে দক্ষিণী ইন্ডাস্ট্রিরও পরিচিত মুখ হয়ে দাঁড়াচ্ছেন। এই মুহূর্তে একটি দক্ষিণ ভারতীয় ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। হাতে রয়েছে বেশ কয়েকটি প্রোজেক্ট। কিন্তু এসবের মাঝেই একটি বিরাট দুর্ঘটনার কবলে পড়লেন সঞ্জু বাবা। সিনেমার শ্যুটিং সেটেই আচমকা বোমা (Bomb) ফেটে গুরুতর আহত হন অভিনেতা।
বি টাউনের সঞ্জু বাবা এই মুহূর্তে দক্ষিণী ছবির ‘কেডি’র কাজ নিয়ে ব্যস্ত আছেন। সেই ছবির শ্যুটিং করছিলেন তিনি। কিন্তু আচমকাই বাঁধে বিপত্তি। হঠাৎই সেটের মধ্যে বিস্ফোরণ (Bomb blast) ঘটে। জানা গিয়েছে, ছবির শ্যুটিং চলাকালীনই হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের ফলে গুরুতর আহত হন বলিউড সুপারস্টার।
বেঙ্গালুরু এবং তার আশেপাশের অঞ্চলে ‘কেডি’র শ্যুটিং চলছিল। এই ছবির মাধ্যমেই সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন পর্দার ‘মুন্নাভাই’। সঞ্জয়ের অনুরাগীদের মধ্যেও ছবিটি ঘিরে উত্তেজনা দেখার মতো। কিন্তু সেই ছবির শ্যুটিং করতে গিয়েই বড় বিপদের মুখে পড়লেন অভিনেতা। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সঞ্জয়ের মুখে, হাতে এবং কনুইয়ে চোট লেগেছে।
এদিন ‘কেডি’র একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন সঞ্জয়। সেটে উপস্থিত ছিলেন নামী ফাইট মাস্টার রবি বার্মাও। তখনই হঠাৎ ঘটে বিস্ফোরণ। জানা গিয়েছে, বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটেছে। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্জয়ের প্রাথমিক চিকিৎসাও করা হয়েছে। আপাতত সুস্থ আছেন বলি সুপারস্টার।
তবে বিস্ফোরণের জন্য ছবির শ্যুটিং আপাতত বন্ধই রয়েছে। পাশাপাশি এও জানা গিয়েছে, সঞ্জয় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ছবির শ্যুটিং করতে পারবেন না। অভিনেতার অনুরাগীরা আপাতত একমনে ভগবানের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘কেডি’র আগে ব্লকবাস্টার দক্ষিণী ছবি ‘কেজিএফঃ চ্যাপ্টার ২’তেও অভিনয় করেছিলেন সঞ্জয়। এই ছবিতেও তাঁকে ভিলেনের রোলেই দেখা যাবে বলে খবর। এছাড়াও অভিনেতার হাতে তামিল ছবি ‘লিও’ রয়েছে। সপ্তাহখানেক আবার বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জওয়ান’এর একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং সম্পূর্ণ করেছেন অভিনেতা।