বলিউডের (Bollywood) জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একাধিক তারকার ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অক্ষয় কুমার, আমির খানের মতো সুপারস্টাররা ফেল হওয়ার পর দর্শকরা এখন আপাতত শাহরুখ খান এবং সলমন খানের (Salman Khan) দিকে তাকিয়ে রয়েছে। তাঁদের বক্তব্য, ‘কিং খান’ এবং ‘ভাইজান’ই এখন ইন্ডাস্ট্রির সুদিন ফেরাতে পারবেন।
আগামী বছর শাহরুখের একাধিক বিগ বাজেট প্রোজেক্ট আসছে। এবার ভাইজানের অনুরাগীদের জন্যেও রয়েছে সুখবর। সম্প্রতি বলি সুপারস্টারের ভাই আরবাজ খান (Arbaaz Khan) অভিনেতার সুপারহিট ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘দাবাং ৪’ (Dabangg 4) নিয়ে একটি বড় আপডেট দিয়েছেন।
আরবাজ এই মুহূর্তে তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘তানাভ’কে নিয়ে বেশ ব্যস্ত আছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম ঝলক এবং তা বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এবার এই সিরিজের রিলিজের আগেই একটি নামী সংবাদমাধ্যমের কাছে ‘দাবাং ৪’ নিয়ে মুখ খুলেছেন বলিউডের এই অভিনেতা-পরিচালক।
সলমন এবং তাঁর ভাই আরবাজের স্বপ্নের প্রোজেক্ট ‘দাবাং’। প্রথম দু’টি ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। ‘দাবাং ৩’ খুব একটা সফল না হলেও, ‘দাবাং ৪’ নিয়ে আশায় বুক বাঁধছেন প্রত্যেকে। আরবাজ জানান, শীঘ্রই আসবে ছবিটি! শুধু এটুকুই নয়, ‘দাবাং ৪’এর জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার কথাও বলেন মালাইকা অরোরার প্রাক্তন স্বামী।
আরবাজ বলেন, ‘এই মুহূর্তে আমরা আমাদের হাতের কাজ নিয়ে খুব ব্যস্ত আছি। অবশ্যই এটা (দাবাং ৪) পাইপলাইনে রয়েছে। কিন্তু আমি সময়টা জানি না। তবে আমরা এই ছবিটি অবশ্যই বানাবো। দাবাং ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় এবং তৃতীয় ছবির মধ্যে সময়ের যতটা ফারাক ছিল, তৃতীয় এবং চতুর্থ ছবির ক্ষেত্রে তা থাকবে না। খুব একটা বেশি সময় লাগবে না’।
সলমনের ভাইয়ের সংযোজন, ‘তাই আমরা একসঙ্গে কাজ করব এবং আশা করি যখন আমরা দাবাং ৪ তৈরি করব সেটি অনেক ভালোবাসা এবং নিজেদের সম্পূর্ণ হৃদয় দিয়ে করব’। প্রসঙ্গত, আরবাজের আগামী ওয়েব সিরিজ ‘তানাভ’এ অভিনয় করেছেন মানব ভিজ, রজত কাপুর, সত্যদীপ মিশ্রা, জারিনা ওয়াহাবের মতো শিল্পীরা। আগামী ১১ নভেম্বর সোনি লিভে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।