• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুড়ি মেরে পেরোবে ১০০০ কোটি! সাউথকে ধুলোয় মেশাতে আসছে সলমনের ৫ বিগ বাজেট সিনেমা

বলিউড (Bollywood) সুপারস্টারদের প্রসঙ্গ উঠলেই সবার প্রথমে যে নামগুলি মাথায় আসে তা হল শাহরুখ খান, সলমন খান (Salman Khan) এবং আমির খানের। ‘খান’ অভিনেতাদের ছাড়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি যে অসম্পূর্ণ তা নতুন করে বলে দিতে হয় না। বছরের শুরুতেই সাউথের রমরমা শেষ করে বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করেছে শাহরুখের ‘পাঠান’। এবার পালা ভাইজানের। পরপর ৫টি মেগা বাজেট সিনেমা (Upcoming movies) নিয়ে আসছেন তিনি।

কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan)- চলতি বছরের সলমনের প্রথম যে ছবি প্রেক্ষাগৃহে রিলিজ করবে তা হল ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে রিলিজ হতে চলা এই সিনেমায় ভাইজানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুন্দরী পূজা হেগড়েকে। এছাড়াও ছবিতে রয়েছেন রাঘব জুয়াল, জাসসি গিল, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগমের মতো তারকারা।

   

Kisi Ka Bhai Kisi Ki Jaan, Salman Khan upcoming movies

টাইগার ৩ (Tiger 3)- দীর্ঘ ৬ বছরের অপেক্ষা শেষে ফের বড়পর্দায় দেখা যাবে ‘টাইগার’এর ম্যাজিক। এই ছবিতে সলমনের সঙ্গেই দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমিকেও। দর্শকদের জন্য বোনাস হিসেবে থাকবে ‘পাঠান’ শাহরুখের ক্যামিও।

Tiger 3, Salman Khan and Shah Rukh Khan, Salman Khan upcoming movies

কিক ২ (Kick 2)- সলমনের কেরিয়ারের অন্যতম সফল (বাণিজ্যিকভাবে) ছবি হল ‘কিক’। ২০১৪ সালে রিলিজ করেছিল সেই সিনেমা। মাঝে কেটে গিয়েছে প্রায় ৯ বছর। এত বছরের অপেক্ষা শেষে আসতে চলেছে ‘কিক ২’। যদিও এই ছবির শ্যুটিং এখনও শুরু হয়নি। আগামী বছর শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

Kick, Kick 2, Salman Khan upcoming movies

প্রেম কি শাদি (Prem Ki Shaadi)- বি টাউনের নামী পরিচালক সুরজ বরজাতিয়া কয়েকদিন আগে সলমনের সঙ্গে একটি ছবির কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে, ছবির নাম রাখা হয়েছে ‘প্রেম কি শাদি’। ‘কিক ২’র মতো এই ছবির শ্যুটিংও আগামী বছর শুরু হবে বলে খবর। রিলিজ করবে ২০২৫ সালে।

Prem Ki Shaadi, Salman Khan and Sooraj Barjatya, Salman Khan upcoming movies

টাইগার ভার্সেস পাঠান (Tiger vs Pathaan)- নাম শুনেই বুঝতে পারছেন ছবিতে কারা থাকবেন। যশ রাজ ফিল্মসের এই সিনেমায় একসঙ্গে ধরা দেবেন শাহরুখ এবং সলমন।

Tiger vs Pathaan, Salman Khan upcoming movies

জানা গিয়েছে, যশ রাজের স্পাইভার্সের এই সিনেমায় টাইগার এবং পাঠানকে একের অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। ছবিটি নিয়ে এর চেয়ে বেশি কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি।

site