• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০০ কোটি জলে, ৪ বছর পর কামব্যাক করে লজ্জাজনক বক্স অফিস কালেকশন সলমন খানের ছবির!

ঈদের সঙ্গে সলমন খানের (Salman Khan) ছবির একটি গভীর সম্পর্ক রয়েছে। এই বিশেষ দিনে ভাইজানের ছবি রিলিজ করবে একটা সময় এটাই ছিল রেওয়াজ। সিনেপ্রেমী মানুষদের জন্য এটাই ছিল সলমনের ‘ঈদি’ তথা ঈদের উপহার। মাঝে বেশ কয়েক বছর অবশ্য এই দিনে অভিনেতার ছবি মুক্তি পায়নি। দীর্ঘ অপেক্ষা শেষে চলতি বছর ঈদে প্রেক্ষাগৃহে রিলিজ করে ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)।

গত বেশ কয়েক বছর ঈদে সলমনের ছবি রিলিজ না হওয়ায় ভাইজানের অনুরাগীরা ‘কিসি কা ভাই কিসি কি জান’এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মাল্টিস্টারার এই সিনেমায় ছিল একাধিক চমকও। প্রচারেও কোনও খামতি রাখেননি সলমন-সহ ছবির সম্পূর্ণ টিম। কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হল না।

   

Kisi Ka Bhai Kisi Ki Jaan, Kisi Ka Bhai Kisi Ki Jaan box office collection

ভাইজানের এই সিনেমা দেশের কিছু কিছু জায়গায় ভালো ব্যবসা (Box office collection) করলেও, বড় শহরের দর্শকদের হলমুখী করতে পারেনি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ট্রেড অ্যানালিস্টরা জানিয়েছেন, রিলিজের দিন মাত্র ১৫ কোটি টাকা আয় করতে পেরেছে এই সিনেমা। আর সেই সঙ্গেই একটি লজ্জার রেকর্ড গড়েছে  সলমনের ছবি।

গত কয়েক দশকে সলমনের কোনও ছবি প্রথম দিনে ১৭ কোটির নীচে ব্যবসা করেনি। এমনকি ‘রাধে’, ‘অন্তিম’ এবং ‘রেস ৩’র মতো অভিনেতার ফ্লপ ছবিগুলিও প্রথম দিনে ১৫ কোটির বেশি আয় করেছিল। তবে ভাইজানের লজ্জার কারণ অবশ্য এই একটি নয়। রয়েছে আরও একটি কারণ।

Kisi Ka Bhai Kisi Ki Jaan, Kisi Ka Bhai Kisi Ki Jaan box office collection

চলতি বছরই ৪ বছরের অপেক্ষা শেষে বড়পর্দায় কামব্যাক করেছিলেন শাহরুখ। বক্স অফিসে ঝড় তুলেছিল ‘কিং খান’এর ‘পাঠান’। গোটা বিশ্বে ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। অনেকেই ভেবেছিলেন, সলমনের কামব্যাক ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ও এই কামাল করে দেখাবে। কিন্তু ‘পাঠান’কে টেক্কা দেওয়া তো দূর, করোনা মহামারীর পর রিলিজ করা সেরা ৩ ওপেনিং করা সিনেমার মধ্যে নিজের নাম তুলতে পারেনি এই ছবি।

শাহরুখের ‘পাঠান’ প্রথম দিন ৫৭ কোটি টাকা আয় করেছিল। অপরদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সংগ্রহ করেছে মাত্র ১৫ কোটি টাকা। প্রথমদিনেই ৪২ কোটি টাকা কম আয় করেছে ভাইজানের সিনেমা। আগামী দিনে এই ছবি কেমন ব্যবসা করবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে সিনেপ্রেমী এবং ভাইজান অনুরাগীদের মনে।