• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইচ্ছা থাকলেও সন্তানের মুখ দেখতে পারছেন না! ৫৭ বছর বয়সে আক্ষেপ ভাইজান সলমন খানের

বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan) যে বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসেন তা কমবেশি প্রত্যেকেই জানেন। একাধিকবার একাধিক সময় শিশুদের (Child) প্রতি ভালোবাসা জাহির করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেই অভিনেতাই বাস্তব জীবনে সন্তানের মুখ দেখেননি। সম্প্রতি ভাইজান বলেন, তাঁর বাবা (Father) হওয়ার খুব ইচ্ছে ছিল। তবে শুধুমাত্র একটি কারণের জন্য তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে না।

দেখতে দেখতে ৫৭ বছর হয়ে গিয়েছে সলমনের। আর ৩ বছর পর সিনিয়র সিটিজেন হয়ে যাবেন তিনি। তবে এখনও ‘বাবা’ ডাক শোনার ইচ্ছা কিন্তু ভাইজানের মন থেকে যায়নি। সম্প্রতি তাঁর বক্তব্যে আরও একবার পরিষ্কার হয়ে গিয়েছে সেকথা। অভিনেতা এও বলেছেন, ঠিক কোন কারণে এখনও সন্তানের মুখ দেখতে পারেননি তিনি।

   

Salman Khan with baby, Salman Khan on having baby

এমনিতে খান পরিবারের প্রত্যেক শিশুর সঙ্গেই সলমনের দারুণ সম্পর্ক। ভাইপো-ভাইঝি, বোনপো-বোনঝিরা অভিনেতার নয়নের মণি। কিন্তু তা সত্ত্বেও ‘বাবা’ ডাক শোনার ইচ্ছা সলমনের মনে রয়েই গিয়েছে। সম্প্রতি সন্তান জন্ম দেওয়া প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘এই প্ল্যানই ছিল। বিয়ে করার কোনও পরিকল্পনা ছিল না। তবে সন্তান জন্ম দেওয়ার প্ল্যান ছিল। তবে ভারতীয় আইনানুযায়ী তা সম্ভব নয়। এবার দেখা যাক কী হয়!’

বলিউডের তারকা পরিচালক-প্রযোজক করণ জোহর বিয়ে না করেও সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হয়েছেন। তাহলে সলমনের ক্ষেত্রে কী অসুবিধা রয়েছে? সেই বিষয়েও মুখ খোলেন অভিনেতা। তিনি বলেন, ‘আমি তো চেষ্টা করেছিলাম। তবে এখন মনে হয় আইন বদলেছে। আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। কিন্তু ওই যে বাচ্চা আসলেই তো তার মা’ও আসবে। বাচ্চার জন্য মা খুব জরুরি। তবে আমার বাড়িতে এমনিতেই প্রচুর মা রয়েছে, তাঁরা নিশ্চয়ই ওঁর খেয়াল রাখতে পারবে’।

Salman Khan, Salman Khan on having baby, Salman Khan on becoming father

৫৭ বছর বয়স হয়ে গেলেও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরদের তালিকায় সলমনের নাম রয়েছে। এত বছরে ভাইজানের জীবনে একাধিক নারীর আগমন ঘটেছে। তবে কোনও প্রেমই সফল হয়নি। বিয়ের পিঁড়িতেও আর বসেননি ভাইজান। যদিও সাম্প্রতিক অতীতে দক্ষিণী সুন্দরী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়েছেন তাঁর। শোনা গিয়েছে, ‘কিসি কা ভাই কিসি কা জান’এর শ্যুটিং করতে গিয়েই তাঁদের প্রেম গাঢ় হয়েছে।

এছাড়া পূজার ভাইয়ের বিয়েই ভাইজানের উপস্থিতিও নজর কেড়েছিল প্রত্যেকে। চারিদিকে সলমন-পূজার প্রেমের গুঞ্জন শোনা গেলেও, অভিনেতা নিজে এই বিষয়ে এখনও মুখ খোলেননি। অপরদিকে অভিনেত্রী বলেছেন, তিনি নাকি পুরোদস্তুর সিঙ্গেল। আসল সত্যিটা কী তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায়ই নেই অনুরাগীদের কাছে।