• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভেঙে পড়েছেন সলমন! ‘কিসি কা ভাই কিসি কি জান’ ফ্লপ হতেই বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন ভাইজান

বেশ কিছুটা সময় বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ঈদে ‘কিসি কা ভাই কিসি কি জান’এর (Kisi Ka Bhai Kisi Ki Jaan) হাত ধরে কামব্যাক করেছেন সলমন খান (Salman Khan)। ফারহা শামজি পরিচালিত এই সিনেমায় সলমনের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়েকে। পাশাপাশি শেহনাজ গিল, রাঘব জুয়াল, জাসসি গিল’ পলক তিওয়ারির মতো শিল্পীদেরও দেখা গিয়েছে এই সিনেমায়। তবে মাল্টি স্টারার এই সিনেমা (Film) বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

অনেকেই ভেবেছিলেন, শাহরুখ যেমন কামব্যাক করে বক্স অফিসে ঝড় তুলেছিলেন, ঠিক তেমনটাই হবে সলমনের সঙ্গেও। কিন্তু একেবারেই তা হল না। ঈদের মরসুমে রিলিজ করলেও বক্স অফিসে একেবারেই তেমন ছাপ ফেলতে পারেনি ‘কিসি কা ভাই কিসি কি জান’। রিলিজের প্রায় দেড় সপ্তাহ পর ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে এই সিনেমা।

   

Bollywood superstar Salman Khan starrer Kisi Ka Bhai Kisi Ki Jaan box office collection

‘কিসি কা ভাই কিসি কি জান’এর সাফল্য নিয়ে নাকি বেশ আশাবাদী ছিলেন সলমন। তবে ছবিটি বক্স অফিসে আশানুরূপ ফল না করায় আশাহত হয়েছেন অভিনেতা। এবার জানা গেল, পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ হওয়ার পর অভিনয় দুনিয়া থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান!

ভাইজান অনুরাগীদের অবশ্য ভয় পাওয়ার কিছু নেই। কারণ সলমন পাকাপাকিভাবে অভিনয় ছাড়ছেন না। বরং কিছুটা সময় বিরতি নিয়ে তিনি নিজের ছবিগুলির ব্যর্থতার কারণ খোঁজার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি একটি নামী সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে এই তথ্য।

Salman Khan, Salman Khan sad

সংশ্লিষ্ট প্রতিবেদনে লেখা হয়েছে, ‘সলমন খান এখন অতীতের ভুলগুলি খোঁজার চেষ্টা করছেন। শোনা যাচ্ছে, অভিনেতাকে ৬টি ছবি অফার করা হয়েছে। তবে তিনি একটিও সিনেমা সই করেননি। মনে করা হচ্ছে, সলমন এখন ‘টাইগার ৩’র রিলিজের জন্য অপেক্ষা করছেন। এই ছবি রিলিজ হওয়ার পরেই অভিনেতা আগামী প্রোজেক্ট নিয়ে সিদ্ধান্ত নেবেন’।

সলমন নিজে অবশ্য এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তাই এই খবরের সত্যতা নিয়ে ভাইজান অনুরাগীদের মনে সংশয় রয়েই গিয়েছে। সলমন ভক্তদের এখন একটাই কামনা, বক্স অফিসের খরা কাটিয়ে ‘টাইগার ৩’ যেন অভিনেতার মুখে ফের হাসি ফিরিয়ে আনে।

site