• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চার সন্তান থাকতেও ‘বাবা’ ডাক শুনলাম না! আক্ষেপের সুরে জানালেন মিঠুন চক্রবর্তী

Published on:

Mithun Chakraborty revealed why none of his childrens calls him papa

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এমন একজন অভিনেতা যিনি নিজের অভিনয় দক্ষতার জোরে বলিউডে (Bollywood) স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। বাংলার এই ছেলে একসময় গোটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। সকলেই জানেন, বাস্তব জীবনে মিঠুন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। তাঁর এবং যোগিতা বালির চার সন্তান (Children) রয়েছে। চারজনকেই নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ‘মহাগুরু’র সন্তানেরা কোনও দিন তাঁকে ‘বাবা’ (Papa) বলে ডাকেনি।

গত চার দশকেরও বেশি সময় ধরে টলিউড এবং বলিউডে রাজত্ব করছেন মিঠুন। নিজের কেরিয়ারে অগুনতি সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে আদায় করে নিয়েছেন ‘মহাগুরু’, ‘ডিস্কো ডান্সার’এর মতো নামও। তবে কেরিয়ারে এত সফল হলেও মিঠুন নিজের ব্যক্তিগত জীবনে প্রচুর চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হয়েছেন।

Mithun Chakraborty children, Mithun Chakraborty family

যোগিতা বালির সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরেও অভিনেতার নাম জড়িয়েছিল একাধিক নায়িকার সঙ্গে। তবে শেষ অবধি নিজের স্ত্রী-সন্তানদের কাছেই ফিরে আসেন তিনি। কিন্তু তা সত্ত্বেও অভিনেতার সন্তানেরা তাঁকে ‘বাবা’ বলে ডাকে না। একবার এক রিয়্যালিটি শোয়ে এই প্রসঙ্গে কথা বলেছিলেন অভিনেতা।

Mithun Chakraborty family, Mithun Chakraborty children

মিঠুন জানান, তাঁর বড় ছেলে মিমোহ ৪ বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতো না। তবে সে যখন কথা বলা শুরু করে, তখন মিঠুনকে ‘বাবা’ না বলে নাম ধরে ডেকেছিল। স্বাভাবিকভাবেই বেশ অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা। সঙ্গে সঙ্গে এই বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি।

Mithun Chakraborty children, Mithun Chakraborty family

‘মহাগুরু’ চিকিৎসককে জানান, তাঁর ছেলে তাঁকে ‘বাবা’ না বলে ‘মিঠুন’ বলে সম্বোধন করছে। জবাবে চিকিৎসক বলেছিলেন, ‘এটা তো খুব ভালো কথা যে আপনি ওঁকে কথা বলার জন্য অনুপ্রাণিত করেছেন’। এরপর দাদা মিমোহকে দেখে মিঠুনের বাকি সন্তানরাও তাঁকে নাম ধরে ডাকতে শুরু করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুনের চার সন্তানের মধ্যে বড় ছেলে মিমোহ আগেই বলিউডে ভাগ্য পরীক্ষা করিয়েছেন। তবে সফল হতে পারেননি। শীঘ্রই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অভিনেতার ছোট ছেলে নমশি চক্রবর্তী। রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন মিঠুন-পুত্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥