• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সবাই ভুল বোঝে, ওর মতো মানুষ হয় না’! সলমনের প্রশংসায় পঞ্চমুখ বাংলার মিঠুন চক্রবর্তী

Updated on:

Mithun Chakraborty Praise Salman Khan calls him Sherdil

বলিউড (Bollywood) সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং সলমন খানের (Salman Khan) মধ্যেকার সুসম্পর্কের কথা কারোর অজানা নয়। একাধিক সুপারহিট সিনেমায় কাজ করেছেন দু’জনে। তবে শুধুমাত্র সহ-অভিনেতা নয়, সলমন এবং মিঠুনের সম্পর্ক আসলে দুই ভাইয়ের মতো। সম্প্রতি মিঠুনই তাঁর ‘ছোট ভাই’ সলমনকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

গত কয়েক মাস ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন মিঠুন। শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন ‘মহাগুরু’র ছোট ছেলে নমশি। একইসঙ্গে তাঁর আইকনিক চরিত্র ‘ডিস্কো ডান্সার’এর মিউজিক্যাল সিনেমাও দেখানো হবে থিয়েটারের মঞ্চে। সব মিলিয়ে মিঠুনের সময়টা এখন দারুণ যাচ্ছে।

Mithun Chakraborty

সকলেই জানেন, ১৯৭৬ সালে ‘মৃগয়া’র হাত ধরে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন মিঠুন। প্রথম ছবির জন্যই জিতেছিলেন জাতীয় পুরস্কার। শুরুটা এত দারুণ হলেও, কেরিয়ারে অনেক চড়াই-উৎরাইয়ের সম্মুখীনও হয়েছেন অভিনেতা। বিশেষত বাংলা থেকে গিয়ে মুম্বইয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কম লড়তে হয়নি তাঁকে। কিন্তু সেই সময় পাশে পেয়েছিলেন ‘খান পরিবার’কে।

সম্প্রতি মিঠুন নিজের স্ট্রাগল নিয়ে মুখ খোলেন। অভিনেতা জানান, দুঃসময়ে তাঁর পাশে ছিলেন সেলিম খান, সলমন খান। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি যখন সলমনকে প্রথম দেখি, প্রথম চিনি ও তখনও সলমন হয়ে ওঠেনি। ও তখন স্রেফ সেলিমের ছেলে ছিল। সেলিমজি আমার জন্য প্রচুর লড়াই করেছেন। একবার উনি আমার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, তোমার মুখে একটা অন্য রকম মায়া আছে। তুমি কেন অভিনেতা হচ্ছো না?’

Mithun Chakraborty and Salman Khan, Mithun Chakraborty on Salman Khan

‘মহাগুরু’র সংযোজন, ‘উনি আমায় একটি ছবিতে নেওয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু আমার ভাগ্য সঙ্গে ছিল না। তবে আমি কখনও সেলিমজির সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। সলমনও আমায় বড় ভাইয়ের মতো সম্মান করে। আমাদের যখনই দেখা হয়, আমরা প্রচুর মজা করি। একে অপরের সঙ্গে নানান গোপন কথা ভাগ করে নিই। অনেক মানুষ ওঁকে ভুল বোঝেন। তবে আসলে ওঁর মতো শেরদিল মানুষ খুব কমই আছে’।

প্রসঙ্গত উল্লেখ্য, সলমন এবং মিঠুন একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছেন। ‘বীর’, ‘যুবরাজ’ এবং ‘কিক’এ একসঙ্গে কাজ করেছেন দু’জনে। তিনটি ছবিই বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। বেশ কয়েক বছর হয়ে গেল দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। তবে স্ক্রিন শেয়ার না করলেও, দু’জনের মধ্যেকার মধুর সম্পর্ক যে এখনও রয়ে গিয়েছে তা মিঠুনের কথা থেকেই আন্দাজ করে নেওয়া যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥