• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্লপের জেরে কেরিয়ার শেষ, এবার জলের দরে শখের গাড়ি বিক্রি করলেন ঋত্বিক! দাম শুনলে চমকে যাবেন

Published on:

Bollywood superstar Hrithik Roshan sells his luxury car in a very cheap price

বলিউড (Bollywood) সুপারস্টার ঋত্বিক রোশনের (Hrithik Roshan) জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে থাকার পর সম্প্রতি ‘বিক্রম বেধা’ ছবির হাত ধরে কামব্যাক করেছিলেন তিনি। কিন্তু সেই ছবি বক্স অফিসে ঝড় তুলতে ব্যর্থ হয়েছে। একের পর এক ফ্লপের পর এখন খানিক চাপেই রয়েছেন অভিনেতা।

আর মাধবন, বিজয় সেতুপতি অভিনীত ‘বিক্রম বেধা’র রিমেকের হাত ধরেও ভাগ্য না ঘোরায় এবার টাকার জন্য নিজের শখের একটি জিনিস বিক্রি করতে বাধ্য হয়েছেন রাকেশ রোশনের পুত্র। সম্প্রতি ঋত্বিক তাঁর খুব পছন্দের একটি লাক্সারি গাড়ি (Luxury car) বিক্রি করে দিয়েছেন। তাও আবার জলের দরে।

Hrithik Roshan in his car

ঋত্বিক রোশন দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করেছেন। অর্জন করেছেন নাম, যশ, খ্যাতি, পরিচিতি। তাই স্বাভাবিকভাবেই তাঁর গ্যারেজেও সাজানো রয়েছে একাধিক নামী দামী ব্র্যান্ডের গাড়ি। এর মধ্যেই একটি মার্সিডিজ গাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন অভিনেতা।

সম্প্রতি একজন ইনস্টাগ্রাম ব্লগার ঋত্বিকের বিক্রি করে দেওয়া সেই মার্সিডিজ গাড়ি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, বিক্রেতার সঙ্গে গাড়িটি নিয়ে কথা বলছেন তিনি। জানিয়ে রাখি, ২০১৬ সালে মার্সিডিজ মেব্যাক এস ৫০০ লাক্সারি সেডান এই গাড়িটি কিনেছিলেন বলিউডের ‘গ্রিক গড’।

Hrithik Roshan selling his car

এই গাড়িটি যে ঋত্বিকেরই তা তাঁর সোশ্যাল মিডিয়া থেকেই জানা গিয়েছে। কারণ ২০১৬ সালে এই গাড়িটি কেনার পর তিনি ছবি শেয়ার করেছিলেন। তবে তখন গাড়িটির রঙ ছিল ধবধবে সাদা। আর এখন বিক্রির জন্য আসা গাড়িটির বনেটের রঙ কালী। হয়তো অভিনেতা কেনার পর বনেটের রঙ পরিবর্তন করেছিলেন।

৬ বছর আগে কয়েক কোটি টাকা খরচ করে কেনা এই সাধের গাড়ি এখন জলের দরে বিক্রি করে দিচ্ছেন ঋত্বিক। জানা যাচ্ছে, বলি সুপারস্টারের ব্যবহৃত এই গাড়িটির বাজার দর এখন আড়াই কোটি টাকা। তবে এই গাড়িটি যেহেতু সেকেন্ড হ্যান্ড তাই মাত্র ৯০ লক্ষ টাকা দিয়েই কেনা যাবে। ঋত্বিকের ব্যবহার করা গাড়ি এত কম দামে পাওয়া যাবে শুনে চমকে গেলেন তো?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥