• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে যুদ্ধের হুঁশিয়ারি! ‘RRR’ খ্যাত জুনিয়ার এনটিআরকে চ্যালেঞ্জ জানালেন হৃত্বিক

Published on:

Hrithik Roshan congratulate Junior NTR on his 40th Birthday

বলিউডের (Bollywood) ‘গ্রীক গড’ হৃত্বিক রোশনের (Hrithik Roshan) ক্যারিয়ারের অন্যতম বাণিজ্য সফল ছবি হল যশ রাজ (Yash Raj) ব্যানারের ‘ওয়ার’ (War)। এই সিনেমার সিক্যুয়েল ‘ওয়ার টু’ (War 2) নিয়ে ইতিমধ্যেই বেশ হৈ হৈ কান্ড বিটাউনে। যদিও আগেই জানা গিয়েছিল এই সিনেমায় হৃত্বিকের বিপরীতে বলিউডের কোন নায়ক নয় বরং  নির্মাতারা বেছে নিয়েছেন সাউথের সুপারস্টার জুনিয়র এন টি আরকে (Junior NTR)।

যশ রাজ ব্যানারের এই অ্যাকশন থ্রিলারে টাইগারের বদলে এবার দেখা যাবে ‘আর আর আর’ (RRR) তারকাকে। আসলে এই সিনেমাটির অস্কার জয়ের মধ্য দিয়েই জুনিয়ার এনটিআরকে নিয়ে এখন চর্চা তুঙ্গে। এখন ভারতজোড়া স্বীকৃতি তাঁর। তাই এবার তাঁর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চলেছে যশ রাজ ব্যানার।

Hrithik Roshan

তবে বলিউড তারকা হৃত্বিকের বিপরীতে এনটিআর অভিনীত চরিত্রটি কেমন হবে তা নিয়ে এখনও  পর্যন্ত মুখ খোলেননি কেউ। এমন কি প্রযোজনা সংস্থার তরফেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোন অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে শনিবার ছিল জুনিয়র এনটিআরের জন্মদিন। আর এই বিশেষ দিনেই সমস্তটা খোলসা করে দিলেন খোদ বলিউড স্টার সুপারস্টার হৃত্বিক রোশন।

Jr NTR, Jr NTR Bollywood debut

এদিন সোশ্যাল মিডিয়ায় জুনিয়র এনটিআর কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হৃত্বিক লিখেছেন ‘শুভ জন্মদিন জুনিয়র এনটিআর! আনন্দে ভরে উঠুক তোমার দিন, বছরটা অ্যাকশনে জমজমাট। বন্ধু, তোমার জন্য যুদ্ধভূমিতে অপেক্ষা করব। তোমার দিন আনন্দ আর শান্তিতে ভরে উঠুক। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেখা হচ্ছে।’ সেইসাথে অভিনেতা জুড়ে দিয়েছেন চোখ মারার ইমোজি।

যা থেকে কার্যত স্পষ্ট হৃত্বিকের বিপরীতে যুদ্ধ ভূমিতে এনটিআরের আগমন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। হৃত্বিকের এই টুইট দেখে কমেন্ট সেকশনে উপচে  পড়েছে অনুরাগীদের একরাশ শুভেচ্ছা। প্রসঙ্গত আগেই এই সিনেমার পরিচালক বদল হয়েছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অয়ন মুখোপাধ্যায়ের কাঁধে।

যদিও পাঠান নির্মাতাকে বাদ দিয়ে কেন এই সিনেমায় পরিচালক বদল করা হল তা নিয়ে এখনও তার উত্তর খুঁজছেন অনেকেই। প্রসঙ্গত সিদ্ধার্থ আনন্দ বর্তমানে ব্যস্ত যশ রাজ ব্যানারের আরও একটি বিগ বাজেটের সিনেমা ফাইটার নিয়ে। এই সিনেমাতেও অভিনয় করতে দেখা যাবে হৃত্বিককে। তাঁর বিপরীতে থাকছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥