• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একফোঁটাও কমেনি ভালোবাসা! রইল স্ত্রী হেমা মালিনীর সাথে জন্মদিন পালন ধর্মেন্দ্রর সেলিব্রেশনের ছবি

Published on:

Dharmendra 87th Birthday Celebrtion Wife Hema Malini Shares Photo

বলিউডের (Bollywood) জনপ্রিয় তারকাজুটিদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে সুপারস্টার ধর্মেন্দ্র (Dharmendra) এবং ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর (Hema Malini)। তাঁদের জুটির যে কত অনুরাগী রয়েছে তা সত্যিই গুনে শেষ করা যাবে না। এই বয়সেও দু’জনের মধ্যে যা ভালোবাসা তা সত্যিই দেখার মতো। এই বয়সে এসেও ‘কাপল গোলস’ দেন ধর্মেন্দ্র এবং হেমা।

গত ৮ ডিসেম্বর ছিল ‘শোলে’ অভিনেতার জন্মদিন (Dharmendra birthday)। ৮৭ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিনে সকাল থেকেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছিলেন ধর্মেন্দ্র। বিকেলে জন্মদিন সেলিব্রেশনের ছবি প্রকাশ্যে আসতেই তা তুমুল ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।

Dharmendra birthday celebration

বি টাউনের ‘ড্রিম গার্ল’ নিজে সোশ্যাল মিডিয়ায় স্বামীর ৮৭তম জন্মদিন পালনের ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ধর্মেন্দ্রকে কেক খাইয়ে দিচ্ছেন বলি সুন্দরী। এরপর দুই মেয়ে ঈশা এবং অহনার সঙ্গেও পোজ দিতে দেখা যায় তারকাজুটিকে। স্বামীর জন্মদিন সেলিব্রেশনের ছবি শেয়ার করে হেমা ক্যাপশনে লিখেছিলেন, ‘আজ বাড়িতে জন্মদিন উদযাপন’।

অবশ্য শুধুমাত্র জন্মদিন উদযাপনেরই নয়, গতকাল সকালে একটি দীর্ঘ পোস্ট করে ধর্মেন্দ্রকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন হেমা। ‘শোলে’র বসন্তী লিখেছিলেন, ‘আজ প্রিয় ধরমজির জন্মদিনে ওনার সুস্থতার কামনা করি। আনন্দ এবং খুশিতে ভর্তি দীর্ঘ জীবন কামনা করছি ওনার জন্য। আজ এবং আমাদের জীবনের প্রত্যেকদিন আমার প্রার্থনা ওনার সঙ্গে থাকবে। আমার জীবনের ভালোবাসাকে জানাই শুভ জন্মদিন’।

Dharmendra Hema Malini, Dharmendra birthday

বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রর কেরিয়ার শুরু হয়েছিল ১৯৬১ সালে। ‘বয়ফ্রেন্ড’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। এরপর একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন বি টাউনের ‘হি ম্যান’। ‘শোলে’ থেকে শুরু করে ‘ইয়াদো কি বারাত’ হয়ে ‘সীতা অউর গীতা’- এই লিস্ট গুনে শেষ করা যাবে না।

অপরদিকে যদি ধর্মেন্দ্র এবং হেমার প্রেমের নিরিখে বলা হয়, তাহলে ‘ড্রিম গার্ল’কে প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র। তখন অভিনেতার বিবাহিত এবং সন্তানের পিতা ছিলেন। কিন্তু তা সত্ত্বেও ধরমজির প্রেমে পড়ে যান হেমাও এবং তাঁর সঙ্গেই সাত পাক ঘোরেন। এই তারকা জুটির দুই মেয়ে রয়েছে ঈশা এবং অহনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥