• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শোলে’র শুটিং করতে গিয়ে ঘটেছিল বড় ঘটনা, অমিতাভের জন্য প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী!

Published on:

Bollywood superstar Amitabh Bachchan made this actress pregnant during the shooting of Sholay

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ধর্মেন্দ্র, জয়া বচ্চন, হেমা মালিনী অভিনীত ‘শোলে’ (Sholay) ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম আইকনিক ছবি। শুধুমাত্র এই ৪ তারকাই নন, ব্লকবাস্টার এই সিনেমায় অভিনয় করেছিলেন বিনোদন দুনিয়ার আরও একাধিক খ্যাতনামা শিল্পীরা। জয়-বীরু থেকে শুরু করে গব্বর-সাম্বা- দর্শকদের থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছিল ‘শোলে’র প্রত্যেকটি চরিত্র। আজ বং ট্রেন্ডের এই প্রতিবেদনে এই আইকনিক ছবির শ্যুটিংয়ের সময়েরই এমন একটি ঘটনা তুলে ধরা হল যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।

বলিউডের ইতিহাসের এই আইকনিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র (Dharmendra), হেমা মালিনী (Hema Malini) এবং অমিতাভ বচ্চন জয়া বচ্চন (Jaya Bachchan)। বাস্তব জীবনের এই দুই জুটিকে পর্দাতেও একে অপরের বিপরীতে দেখা গিয়েছিল। তবে অনেকেই হয়তো জানেন না, ‘শোলে’র শ্যুটিংয়ের সময় অমিতাভের জন্য গর্ভবতী হয়ে পড়েছিল একজন অভিনেত্রী।

Amitabh Bachchan, Jaya Bachchan, Bollywood, gossip, entertainment, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, বলিউড গসিপ, বলিউড, গসিপ, বিনোদন

হ্যাঁ, ঠিকই দেখছেন। শুনতে অবাক লাগলেও এক কাণ্ডটি ঘটিয়েছিলেন ইন্ডাস্ট্রির ‘শেহেনশাহ’। অনেক বড় সিনেপ্রেমী মানুষও ‘শোলে’র শ্যুটিংয়ের সময়কার এই ঘটনা সম্বন্ধে জানেন না। আজ সেই অজানা কাহিনীই তুলে ধরা হল।

ব্লকবাস্টার এই ছবির শ্যুটিংয়ের সময় অমিতাভের জন্য যে অভিনেত্রী গর্ভবতী হয়ে পড়েছিলেন তিনি আর কেউ নন বরং খোদ জয়া। শোনা যায়, এই ছবির শ্যুটিং চলাকালীনই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই তারকা। এরপরই প্রেগন্যান্ট হয়ে পড়েন অমিতাভ ঘরণী। জয়ার বেবি বাম্পও স্পষ্ট বোঝা যেত সেই সময়। এরপর কন্যা শ্বেতার জন্ম দেন অভিনেত্রী।

Amitabh Bachchan, Jaya Bachchan, Bollywood, gossip, entertainment, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, বলিউড গসিপ, বলিউড, গসিপ, বিনোদন

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘জঞ্জির’ ছবির ব্যাপক সাফল্যের পর জয়াকে নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ‘বিগ বি’। তবে বাবার কাছে অনুমতি চাইলে তিনি সাফ জানান, জয়ার সঙ্গে লন্ডনে যেতে হলে আগে তাঁকে বিয়ে করতে হবে।

শোনা যায়, বাবা হরিবংশ রাই বচ্চনের জন্য অমিতাভ এবং রেখার প্রেম কোনও দিন সম্পূর্ণতা পায়নি। সে যাই হোক, বাবা এই শর্ত রাখার পর অমিতাভ ও জয়া এক প্রকার হুট করেই সাত পাকে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন এবং তারপর লন্ডনে ঘুরতে যান। প্রসঙ্গত, বি টাউনের এই ‘পাওয়ার কাপল’ বিয়ের এত বছর পরেও একসঙ্গে সুখে সংসার করছেন। বহু চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হলেও কখনও একে অপরের হাত ছাড়েননি অমিতাভ-জয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥