বলিউড (Bollywood) সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে বাংলা এবং বাঙালির গভীর যোগ রয়েছে। অভিনয় জগতে পা রাখার আগে খাস কলকাতায় একটি সংস্থায় চাকরি করতেন তিনি। এখানেই নিজের প্রথম প্রেম খুঁজে পান অভিনেতা। সেই সম্পর্ক না টিকলেও, পরবর্তীকালে বাংলার মেয়ে জয়া ভাদুড়ীকে (Jaya Bhaduri) বিয়ে করেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘শেহেনশাহ’।
শুধুমাত্র প্রেমজীবনই অবশ্য নয়, কেরিয়ারের দিক থেকেও কলকাতার সঙ্গে অমিতাভের নিবিড় যোগ রয়েছে। হিন্দি ছবির পাশাপাশি বেশ কিছু বাংলা সিনেমাতেও (Tollywood) অভিনয় করেছিলেন তিনি। ‘বিগ বি’র কেরিয়ারের মোড় ঘোরানোয় সেই ছবিগুলির (Bengali Movies) গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ছবিগুলির সাহায্যেই অভিনেতা হিসেবে আস্তে আস্তে নিজের পায়ের তলার জমি শক্ত করতে শুরু করেছিলেন তিনি।
জবান (Jaban)- ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জবান’ ছবিটির নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। কারণ এটি ছিল অমিতাভের কেরিয়ারের প্রথম বাংলা সিনেমা। পলাশ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শমিত ভঞ্জকে। অতিথি শিল্পী হিসেবে দেখা মিলেছিল ‘বিগ বি’র। নিষিদ্ধপল্লীর দালালের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
অনুসন্ধান (Anusandhan)- ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অনুসন্ধান’ ছবির হাত ধরে অমিতাভের কেরিয়ারের মোড় ঘুরে যায়। শক্তি সামন্ত পরিচালিত এই ছবিতে রাখি গুলজার, আমজাদ খানের মতো তারকারাও অভিনয় করেছিলেন। অনেকেই জানেন না, ‘অনুসন্ধান’র জন্য ডাবিং ‘বিগ বি’ নিজেই করেছিলেন। অর্থাৎ এই ছবির যাবতীয় বাংলা সংলাপ তিনি নিজেই বলেছিলেন। বাংলায় এই সিনেমা সুপারহিট হলেও, হিন্দি ভার্সনটি বক্স অফিসে কিন্তু মুখ থুবড়ে পড়েছিল।
ওরা কারা (Ora Kara)- ১৯৮১ সালে ‘অনুসন্ধান’এ অভিনয়ের প্রায় দু’দশক পর কোনও বাংলা ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ। আর সেই সিনেমার নাম ছিল ‘ওরা কারা’। ২০০৪ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল এই সিনেমা।
‘ওরা কারা’য় অমিতাভের সঙ্গেই অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, ডিম্পল কাপাডিয়ার মতো বলিউডের একাধিক নামী তারকা। ছবির প্রচারে কোনও প্রকার খামতি রাখেননি তারকারা। তবে তা সত্ত্বেও বিদেশি সাসপেন্স থ্রিলার ঘরানার এই ছবি বক্স অফিসে লক্ষ্মীলাভ করতে পারেনি।