• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার মত ছেলেও খিলাড়ি, লেখাপড়ার বয়সে দিদির বয়সী অভিনেত্রীর প্রেমে মজেছেন অক্ষয়পুত্র আরভ!

Published on:

Akshay Kumar Son Aarav Kumar feels from heart for these Bollywood Actress

বলিউডের (Bollywood) জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমারের (Akshay Kumar) ছেলে আরভ কুমার (Aarav Kumar)। এখনও পর্যন্ত বলিউডে ডেবিউ না করলেও ‘খিলাড়ি’র ছেলে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন। মাসখানেক আগেই যেমন নিজের নিরহংকারী ব্যবহারের সৌজন্যে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিলেন আরভ। তবে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি।

অনেকেই হয়তো জানেন, অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার ছেলে একটু লাজুক প্রকৃতির। বাকি তারকা সন্তানদের (Star kid) মতো বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো কিংবা রাতভর উদ্দাম পার্টি করতে দেখা যায় না তাঁকে। অক্ষয় নিজে যেমন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর ছেলে বাকিদের থেকে আলাদা। এমনকি আরভ স্টারকিড হওয়ার কোনও রকম সুবিধাও নিতে চান না। সেই জন্যই অক্ষয় কুমারের ছেলে হিসেবে পরিচিতিও সচরাচর দেন না তিনি।

Aarav Kumar

সুদর্শন-লাজুক স্বভাবের আরভের প্রেম জীবন নিয়েও কিন্তু নেটিজেনদের আগ্রহের অন্ত নেই। সম্প্রতি জানা গিয়েছে, বলিউডের এক নামী অভিনেত্রীর প্রেমে পাগল অক্ষয় পুত্র। শুধু তাই নয়, বরসে বড় এবং বিবাহিতা সেই অভিনেত্রীকে নিয়ে ডেটেও যেতে চান তিনি। এখন নিশ্চয়ই ভাবছেন কোন নায়িকাকে মন দিয়েছেন আরভ?

তাহলে জানিয়ে রাখি, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বড় ফ্যান আরভ। শুধু তাই নয়, তাঁর প্রেমে নাকি রীতিমতো পাগল অক্ষয় পুত্র। তাঁর মতে, আলিয়া এখন দারুণ অভিনেত্রী। সেই জন্য প্রিয় নায়িকার প্রত্যেক ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা চাই-ই চাই তাঁর।

Aarav Kumar and Alia Bhatt

একবার নাকি এক সাক্ষাৎকারে আরভ বলেছিলেন, তাঁকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তিনি আলিয়াকে ডেটে নিয়ে যেতে চাইবেন। তবে এক্ষেত্রে উল্লেখ্য, আলিয়া এখন বিবাহিতা এবং তাঁর এক মেয়েও রয়েছে। গত বছরই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

Aarav Kumar and Alia Bhatt

শুধু তাই নয়, অক্ষয় পুত্রের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেত্রীর বয়সের ফারাকও অনেকখানি। আরভের বয়স এখন মাত্র ২০ বছর। অপরদিকে আলিয়ার বয়স ২৯। অভিনেত্রী এখন রণবীর কাপুরের সঙ্গে বিয়ে করে সুখে সংসার করছেন। অপরদিকে অক্ষয় পুত্র নিজের পড়াশোনায় নিয়ে ব্যস্ত রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥