• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রীরামের নাম নেওয়ার আগে খুললেন জুতো, হিন্দু ধর্মের প্রতি অক্ষয়ের ভক্তি দেখে মুগ্ধ নেটিজেনরা

Published on:

Bollywood superstar Akshay Kumar removes his shoes before singing Jay Shree Ram song from Ram Setu

ভারতের এক উজ্জ্বল ইতিহাসের কাহিনী নিয়ে আসছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ৭০০০ বছরের পুরনো এক ইতিহাস এবার সিনেমা রূপে নিয়ে আসছেন বলিউডের (Bollywood) খিলাড়ি। দীপাবলির সময়ই মুক্তি পেতে চলেছে ‘রাম সেতু’ (Ram Setu)। আর সেই ছবির প্রচারে এসেই বলি সুপারস্টার এমন একটি কাজ করলেন যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘রাম সেতু’র টাইটেল ট্র্যাক ‘জয় শ্রী রাম’। ছবির প্রচারে এসে মঞ্চে দাঁড়িয়ে সেই গান গাইতে দেখা যায় আক্কিকে। তবে নিজের গলায় গানটি গাওয়ার আগে দেখা যায় জুতো খুলছেন অভিনেতা। সেই দৃশ্য দেখেই সম্পূর্ণ হলে উপস্থিত দর্শক হাততালি দিতে থাকেন। জুতো খোলার পর অক্ষয় বলেন, ‘এবার চলুন আমরা সবাই মিলে জয় শ্রী রাম গাই’।

Akshay Kumar

হিন্দু ধর্মের প্রতি অক্ষয়ের এত সম্মান দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। শ্রীরামের নাম নেওয়ার আগে নিজের জুতো খুলে ফেলে অগণিত মানুষের মন জয় করে নিয়েছেন বলি সুপারস্টার। সোশ্যাল মিডিয়াতেও তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

জানিয়ে রাখি, বলি সুপারস্টারের আগামী ছবি ‘রাম সেতু’ ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিতে আক্কি ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুসরত ভারুচ্চা। এর আগে বহু প্রতীক্ষিত এই ছবির টিজার মুক্তি পাওয়ার পর অক্ষয় বলেছিলেন, ‘রাম সেতুর টিজারের প্রতি আপনারা সকলে যে ভালোবাসা দেখিয়েছেন সেই জন্য জানাই অনেক ধন্যবাদ। আপনারা এবার রাম সেতুর দুনিয়াতে ডুব দেওয়ার জন্য তৈরি হয়ে যান’।

চলতি বছরের এটি অক্ষয়ের পঞ্চম ছবি। বছরের শুরু থেকে এখনও পর্যন্ত একটিও হিটের মুখ দেখেননি তিনি। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’এর পর ফ্লপ হয়েছে ‘রক্ষা বন্ধন’ও। এরপর অক্ষয়ের চলতি বছরের চতুর্থ ছবি ‘কাটপুতলি’ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার সিদ্ধান্ত নেন নির্মাতারা। এবার আসছে চলতি বছরের অক্ষয়ের পঞ্চম সিনেমা ‘রাম সেতু’।

Ram Setu movie

কয়েকদিন আগে অক্ষয় নিজে তাঁর ছবি ফ্লপ হওয়া নিয়ে মুখ খুলেছিলেন। অভিনেতা বলেছিলেন, তাঁর ছবি ফ্লপ হলে সম্পূর্ণ দায় তাঁর নিজের। তাঁকেই নিজের কাজে পরিবর্তন আনতে হবে। অক্ষয় বলেছিলেন, তাঁকে বুঝতে হবে দর্শক তাঁর থেকে কী চাইছেন। সেই ধরণের ছবিই তাঁর বানানো উচিত বলে জানিয়েছিলেন আক্কি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥