বলিউডের (Bollywood) অন্দরে এমন তারকা রয়েছেন যারা শুধুমাত্র দক্ষ অভিনেতা-অভিনেত্রীই নন, তাঁদের মধ্যে রয়েছে নানান সুপ্ত প্রতিভা। কেউ ভালো ছবি আঁকেন, কেউ আবার খুব সুন্দর বই (Book) লেখেন। অনেকেই জানেন না, বি টাউনের বহু সেলেব নামী লেখক-লেখিকাও। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৯ তারকার (Stars) নাম তুলে ধরা হল যারা বইও লিখেছেন।
সোনু সুদ (Sonu Sood)- বলিউডের নামী অভিনেতা ‘আই অ্যাম নো মসিহা’ বইটির সহ লেখক। মীনা কে আইয়ার এবং সোনু- দু’জন মিলে এই বইটি লিখেছেন। ২০২০ সালে প্রকাশিত হয়েছিল এই বইটি।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- বলিউডের ‘দেশি গার্ল’ নিজের আত্মজীবনী লিখেছেন। ২০২১ সালে প্রকাশিত হয়েছিল সেই বইটি। শুধুমাত্র ভারতেই নয়, যুক্তরাজ্যেও বিপুল পরিমাণে বিক্রি হয়েছিল এই বইটি।
টুইঙ্কল খান্না (Twinkle Khanna)- বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের স্ত্রী তথা অভিনেত্রী টুইঙ্কল খান্না বেশ কয়েকটি বই লিখেছেন। ‘পাজামাস আর ফরগিভিং’, ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ’ এবং ‘মিসেস ফানিবোনস’এর রচয়িতা টুইঙ্কলই।
সোহা আলি খান (Soha Ali Khan)- শর্মিলা ঠাকুরের কন্যা সোহা বলিউডে সেভাবে না না করতে পারলেও, লেখিকা হিসেবে কিন্তু বেশ সফল হয়েছেন। ২০১৭ সালে প্রকাশিত ‘দ্য পেরিলস অফ বিয়িং মডারেটলি ফেমাস’ বইটি সোহারই লেখা।
টিসকা চোপড়া (Tisca Chopra)- বলিউডের নামী অভিনেত্রী টিসকা চোপড়ার নামও এই তালিকায় রয়েছে। ‘হোয়াটস আপ উইথ মি? পিউবারটি, পিম্পলস, পিপল, প্রবলেমস অ্যান্ড মোর’ বইটির রচয়িতা কিন্তু এই জনপ্রিয় অভিনেত্রীই।
সোনালি বেন্দ্রে (Sonali Bendre)- বলিউডের একসময়কার সেরা নায়িকাদের মধ্যে একজন হলেন সোনালি বেন্দ্রে। নব্বইয়ের দশকে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। বি টাউনের এই নামী অভিনেত্রী প্যারেন্টিং সংক্রান্ত বই ‘দ্য মডার্ন গুরুকুল’এর রচয়িতা।
ইমরান হাশমি (Emraan Hashmi)- বি টাউনের ‘কিসিং গড’ ইমরানের নামও এই তালিকায় রয়েছে। ‘দ্য কিস অফ লাভ’ বইটি তিনিই লিখেছেন। ইমরানের পুত্র যখন ক্যান্সারের বিরুদ্ধে লড়ছিল, তখন তাঁর পরিবার ঠিক কতখানি স্ট্রাগল করেছে সেই কাহিনীই এই বইয়ে তুলে ধরেছেন ইমরান।
নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)- হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ভার্সেটাইল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীও একজন নামী লেখক। ২০১৭ সালে প্রকাশিত ‘অ্যান অর্ডিনারী লাইফঃ আ মেময়ের’ বইটির সহ লেখক তিনি। এই বইটি নওয়াজ এবং ঋতুপর্ণা চ্যাটার্জি লিখেছেন।
আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)- এই মুহূর্তে বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে একজন হলেন আয়ুষ্মান খুরানা। অত্যন্ত ভার্সেটাইল একজন শিল্পী তিনি। অভিনয়ের পাশাপাশি আয়ুষ্মান অত্যন্ত ভালো একজন গায়কও।
তবে অনেকেই জানেন না, অভিনয় এবং গানের পাশাপাশি আয়ুষ্মান একজন নামী লেখকও। আয়ুষ্মান এবং তাঁর স্ত্রী তাহিরা কাশ্যম মিলে ‘ক্র্যাকিং দ্য কোডঃ মাই জার্নি ইন বলিউড’ বইটি লিখেছেন।