• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মদের জেরেই শেষ সাজানো কেরিয়ার! নেশার কারণে মর্মান্তিক পরিণতি হয়েছিল ৬ বলিউড তারকাদের

বলিউডে (Bollywood) এমন অনেক তারকা রয়েছেন যাদের মাত্রাতিরিক্ত সাফল্যই তাঁদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। বি টাউনের প্রচুর তারকার মদ্যপানের আসক্তি (Addiction) রয়েছে। এই নেশার জন্য অনেকের কেরিয়ারও ডুবে গিয়েছে, কেউ আবার পথে বসেছেন। তবে অনেকেই হয়তো জানেন না, অতিরিক্ত মাদকাসক্তির (Alcohol) কারণে অনেক বলিউড তারকা মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৬ তারকার নাম তুলে ধরা হল।

মীনা কুমারী (Meena Kumari)- বলিউডের ‘ট্র্যাজেডি ক্যুইন’ হিসেবে খ্যাত মীনা কুমারীর নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। বি টাউনের এই নামী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ছিল কষ্টে মোড়া। শোনা যায়, রাতে ঘুমের জন্য মীনাকে অল্প করে মদ্যপানের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু সেটি আস্তে আস্তে তাঁর অভ্যাসে পরিণত হয়। আর সেই অভ্যাসের জন্যই মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

   

Meena Kumari, alcohol addicted bollywood stars

সঞ্জীব কুমার (Sanjeev Kumar)- বলিউডের নামী অভিনেতা সঞ্জীব কুমারের নামও তালিকায় রয়েছে। শোনা যায়, একাকীত্ব ঘিরে ধরেছিল সঞ্জীবকে। ‘ড্রিম গার্ল’কে হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়ে রিজেক্ট হওয়ার পর মদ্যপানকেই নিজের সঙ্গী বানিয়ে নেন অভিনেতা। আর তাঁর এই অভ্যাসই পরবর্তীকালে তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন একেবারে ধ্বংস করে দেয়।

Sanjeev Kumar, Alcohol addicted bollywood stars

গুরু দত্ত (Guru Dutt)- বলিউডের ইতিহাসে অত্যন্ত ভার্সেটাইল একজন অভিনেতা ছিলেন গুরু। বহু আইকনিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এই গুরুর জীবনও নষ্ট হয়ে যায় মাদকাসক্তির কারণে। মদের সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত হন তিনি।

Guru Dutt, alcohol addicted bollywood stars

রাজেশ খান্না (Rajesh Khanna)- বলিউডের প্রথম সুপারস্টার বলা হয় রাজেশ খান্নাকে। দর্শকমহলে তাঁর ক্রেজ ছিল দেখার মতো। কিন্তু এই সুপারস্টারও মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন। আর তাঁর এই আসক্তিই শেষ করে দেয় তাঁর কেরিয়ার। ধীরে ধীরে নিম্নগামী হতে থাকে রাজেশের কেরিয়ার গ্রাফ। একইসঙ্গে শেষ হয়ে যায় তাঁর স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনও।

Rajesh Khanna, Alcohol addicted bollywood stars

ওপি নায়ার (OP Nayyar)- শুধুমাত্র বলিউডের অভিনেতা-অভিনেত্রীই নয়, মাদকাসক্তির কারণে অনেক সঙ্গীতশিল্পীর জীবনও নষ্ট হয়েছে। বি টাউনের নামী সঙ্গীতশিল্পী ওপি নায়ারের জীবন যেমন এই মদ্যপানের জন্যই শেষ হয়ে গিয়েছিল। শোনা যায়, তিনি নাকি সাক্ষাৎকার দেওয়ার বিনিময়েও টাকা এবং মদ চাইতেন।

OP Nayyar, Alcohol addicted bollywood stars

ঋষি কাপুর (Rishi Kapoor)- তালিকার সর্বশেষ নামটি হল ঋষি কাপুরের। অনেকেই হয়তো জানেন না, বলিউডের এই নামী অভিনেতাও একসময় মাদকাসক্তিতে ডুবে গিয়েছিলেন। যার প্রভাব তাঁর ব্যক্তিগত জীবনের ওপরেও পড়েছিল।

Rishi Kapoor, Alcohol addicted bollywood stars

স্ত্রী নীতু কাপুরের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক খারাপ হতে থাকে ঋষির। এমনকি ছোটবেলায় মদ্যপ বাবার কাছে যেতে পছন্দ করতেন না রণবীর কাপুরও। ২০২০ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি।

site