• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্তানদের বিয়ে দিয়ে ইচ্ছা ছিল বেয়ান-বেয়াই হওয়ার! ছেলে মেয়েরা স্বপ্ন ভেঙে দিয়েছে এই ৭ তারকার

Updated on:

Bollywood stars who wanted to become relatives but failed to become so

মাঝেমধ্যেই দেখা যায়, দু’জন ভালো বন্ধু তাঁদের সম্পর্ককে আত্মীয়তার বন্ধনে বেঁধেছেন। নিজেদের সন্তানদের বিয়ে দিয়ে সেই সম্পর্ককে আরও মজবুত করে নিয়েছেন। তবে শুধুমাত্র সাধারণ মানুষরাই নন, বলিউডের এমন বহু তারকা (Bollywood stars) রয়েছেন যারা তাঁদের সন্তানদের বিয়ে দিয়ে বেয়াই (Relatives) হতে চলেছিলেন। কিন্তু অল্পের জন্য সেই স্বপ্ন সত্যি হয়নি। আজকের প্রতিবেদনে এমনই তারকাদের নাম তুলে ধরা হল।

রাজ কাপুর এবং রাজেন্দ্র কুমার (Raj Kapoor and Rajendra Kumar)- ষাট, সত্তর দশকে বলিউডের জনপ্রিয় নাম হলেন রাজ এবং রাজেন্দ্র। এই দুই তারকা একে অপরের বেয়াই হওয়ার স্বপ্ন দেখছিলেন। রাজেন্দ্র কুমার নিজের ছেলে কুমার গৌরবের সম্বন্ধ রাজ কাপুরের মেয়ে রিমা কাপুরের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু কুমার গৌরব সেই সময় বিজয়েতা পণ্ডিতের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাই বিয়ের জন্য না বলে দিয়েছিলেন তিনি। তবে এরপর নম্রতা দত্তের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন রাজেন্দ্র কুমারের ছেলে। অপরদিকে রিমা মনোজ জৈনের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন।

Raj Kapoor and Rajendra Kumar

সুরেশ ওবেরয় এবং হেমা মালিনী (Suresh Oberoi and Hema Malini)- হেমা নিজের বন্ধু, অভিনেতা সুরেশ ওবেরয়ের ছেলে বিবেক ওবেরয়ের সঙ্গে নিজের মেয়ে ঈশার বিয়ে দিতে চাইতেন। কিন্তু ঈশা তখন ভরত তখতানির প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাঁর সঙ্গে পরিণয় সূত্রে বাঁধা পরেন তিনি। এরপর সুরেশ তাঁর ছেলের বিয়ে প্রিতাঙ্কা অ্যালবার সঙ্গে দিয়েছিলেন।

Hema Malini and Suresh Oberoi

অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী (Amitabh Bachchan and Hema Malini)- বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটির মধ্যে একটি হল অমিতাভ-হেমার জুটি। একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তাঁরা। শোনা যায়, বেয়াই হতে চলেছিলেন এই দুই তারকা। হেমা চাইতেন বড় মেয়ে ঈশার সঙ্গে অমিতাভ পুত্র অভিষেকের সঙ্গে বিয়ে হোক। কিন্তু দু’জনে একে অপরকে স্বামী স্ত্রীর চোখে দেখতেন না। তাই সেই সম্পর্ক এগোয়নি।

Amitabh Bachchan and Hema Malini

অমিতাভ বচ্চন এবং রণধীর কাপুর (Amitabh Bachchan and Randhir Kapoor)- বলিউডের এই দুই তারকা খুব কাছের বন্ধু। তাঁরা চাইতেন তাঁদের সম্পর্ককে আরও মজবুত করতে। রণধীর কন্যা করিশ্মার সঙ্গে অমিতাভ পুত্রের বাগদানও হয়ে গিয়েছিল। কিন্তু বেঁকে বসেন নায়িকার মা ববিতা। সেই সময় করিশ্মা কেরিয়ারের শীর্ষে ছিলেন এবং অভিষেক ছিলেন উঠতি অভিনেতা। তাই সেই বিয়ের বিপক্ষে ছিলেন রণধীর পত্নী। তাই ভেঙে যায় সেই সম্বন্ধ।

Amitabh Bachchan and Randhir Kapoor

বিনোদ খান্না এবং রণধীর কাপুর (Vinod Khanna and Randhir Kapoor)- বিনোদ খান্নাও নিজের ছেলে অক্ষয়ের বিয়ে রণধীরের মেয়ে করিশ্মার সঙ্গে দিতে চাইতেন। কিন্তু ববিতা এই বিয়েতেও মত দেননি।

Randhir Kapoor and Vinod Khanna

করিশ্মা যেহেতু অক্ষয়ের থেকে বেশি সফল ছিলেন, তাই এই বিয়েতে মত ছিল না রণধীর পত্নীর। তবে কয়েক বছর পর করিশ্মা সঞ্জয় কাপুরের সঙ্গে সাত পাক ঘোরেন। অপরদিকে অক্ষয় এখনও বিয়ে করেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥