• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুটপাথ থেকে উঠে এসে বলিউড সুপারস্টার! শাহরুখ থেকে মিঠুন, রইল ৫ তারকার সংগ্রামের অজানা কাহিনী

Published on:

Shah Rukh Khan,Mithun Chakraborty,Rajinikanth,Anushka Sharma,Priyanka Chopra,bollywood,entertainment,রজনীকান্ত,শাহরুখ খান,প্রিয়াঙ্কা চোপড়া,অনুষ্কা শর্মা,মিঠুন চক্রবর্তী,বলিউড,বিনোদন

বলিউডে যেমন এমন অনেক তারকা (Bollywood Superstars) রয়েছেন, যারা মা-বাবার সৌজন্যে সহজেই সেখানে কাজের সুযোগ পেয়ে গিয়েছেন। তেমনই আবার এমন তারকাও রয়েছেন, যারা নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানে নিজেদের পরিচয় তৈরি করেছেন। নাম, যশ, খ্যাতি, অর্থ আদায় করে হয়ে উঠেছেন বলিউড সুপারস্টার। আজ বলিউডের এমনই ৫ সুপারস্টারের সংগ্রামের অজানা কাহিনী এই প্রতিবেদনে তুলে ধরা হল।

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)- ‘মিঠুন দা’ হিসেবে এই বঙ্গ তনয়ের দেশ জোড়া খ্যাতি রয়েছে। এক ডাকেই তাঁকে চেনেন সকলে। সেই ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন অনেক সংগ্রাম করেই নিজের পরিচিতি তৈরি করেছেন। একবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘আমি ফুটপাথ থেকে এসেছি। মুম্বইয়ের যে কোনও রাস্তায় আমি শুয়ে পড়তাম। আর স্নান করতাম জিমে’।

Mithun Chakraborty

শাহরুখ খান (Shah Rukh Khan)- বলিউডের ‘বাদশা’ তিনি। এখন শুধুমাত্র দেশে নয়, বিদেশেও রয়েছে শাহরুখের বিপুল জনপ্রিয়তা। সেই বলি সুপারস্টারই যখন মুম্বইয়ে প্রথম পা রাখেন, তখন তাঁর কাছে থাকার জায়গা ছিল না। পকেটও ছিল ফাঁকা। সেই কারণে দীর্ঘদিন তিনি অফিসেই থাকতেন।

After Shahrukh Khan Kartik Aryan is to be called as Bollywood King says fans

রজনীকান্ত (Rajinikanth)- সাউথ সুপারস্টার রজনীকান্তের নামও এই তালিকায় রয়েছে। দক্ষিণ ভারতে ঈশ্বরের মতো পুজো করা হয় এই তারকাকে। কোটি কোটি অনুরাগী রয়েছে থালাইভার। সেই রজনীকান্ত এক সময় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, পেট চালানোর জন্য ছুতোরের কাজও করেছেন তিনি।

Rajinikanth

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- বলিউডের ‘দেশি গার্ল’ এখন গ্লোবাল আইকন। একের পর এক হলিউড প্রোজেক্টে কাজ করছেন তিনি। এই প্রিয়াঙ্কাকেই নিজের কেরিয়ারের শুরুতে নেপোটিজমের জন্য প্রচুর কাজ হারাতে হয়েছিল। নিজের পরিশ্রম এবং অভিনয়ের মাধ্যমে আজ এই নাম, যশ, খ্যাতি অর্জন করেছেন তিনি।

Priyanka Chopra

অনুষ্কা শর্মা (Anushka Sharma)- তালিকার সর্বশেষ নামটি হল বলি সুন্দরী অনুষ্কা শর্মার। তাঁর মিষ্টি হাসিতে মন গলেছে বহু অনুরাগীর। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নামও রয়েছে সেই লিস্টে।

Anushka Sharma in Koffee With Karan

এই সুন্দরী অভিনেত্রীই যখন নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রেখেছিলেন, তখন তাঁকে অনেক কটু কথা শুনতে হয়েছিল। অনুষ্কাকে নাকি তখন অনেকে বলেছিলেন, তাঁর প্রতিভা রয়েছে। কিন্তু নায়িকা হওয়ার মতো রূপ তাঁর নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥