• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্জির দোকান থেকে শুরু, প্রথম দেখাতেই ‘বেকার’ মিঠুনকে অভিনয়ের সুযোগ দেন এই বলি হিরোর বাবা

অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণের লড়াইয়ে ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন বলিউড (Bollywood) অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কিন্তু তাঁর মনোবল এতটাই জোরালো ছিল যে তিনি কখনই স্বপ্ন দেখার হাল ছাড়েননি। তাই শত প্রতিকূলতার মধ্যেও হন্যে হয়ে কাজের সন্ধানে কখনো ফুটপাতে রাত কাটিয়েছেন তো কখনো ভুগেছেন প্রবল আর্থিক কষ্টে ।

ক্যারিয়ারের শুরুতেই ১৯৭৬ সালে বাংলার কিংবদন্তি পরিচালক মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ সিনেমায় অভিনয় করেই কেরিয়ারের শুরুতেই জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন মিঠুন। কিন্তু মায়ানগরী মুম্বাইতে তার পরের  লড়াইটা সহজ ছিল না একেবারেই। মুম্বাইয়ে কাজ পাওয়ার জন্য রক্ত জল করা পরিশ্রম করেছিলেন তিনি। বারবার কাজ হারিয়েও কিছুতেই হার মানেননি তিনি।

   

Bollywood star Salman Khan's father Salim khan tries to help Mithun Chakraborty that he could debit in hindi film

কারণ তাঁর মধ্যে শুরু থেকেই ছিল অভিনেতা হওয়ার এক প্রবল খিদে। জানা যায় সেসময় মুম্বাইতে ‘প্লে বয়’ নামে এক দর্জির দোকান ছিল। সেখানে বলিউডের বড় বড় সব  সেলিব্রিটিরা তাঁদের  জামা কাপড় বানাতে দিতেন। সেই দোকানের খোঁজ পেতেই বলি তারকাদের সাথে কথা বলার আশায় মিঠুন রোজ যেতেন সেই দোকানে।

সেখানেই একদিন এখনকার  জনপ্রিয় এক বলিউড সুপারস্টারের বাবার সাথে দেখা হয়ে গিয়েছিল ডিসকো কিং মিঠুনের। তিনি হলেন সালমান খানের বাবা সেলিম খান। সেলিম খান সেদিন  মিঠুনকে পর্যবেক্ষণ করে সরাসরি তাঁর কাছে জানতে চেয়ে ছিলেন ‘তোমার চোখমুখ দেখলেই মনে হয় অভিনয়ের খিদে রয়েছে। ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও তুমি।’

সালমান খান Salman Khan Father Salim Khan সালিম খান

মিঠুনও সঙ্গে সঙ্গে নিজের মনের ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন ‘হ্যাঁ, আমি অভিনয় করতে চাই। পুণের এফটিটিআই থেকে স্নাতক স্তরের পড়াশোনাও শেষ করে ফেলেছি। কিন্তু এখানে কোনও কাজ পাচ্ছি না।’ তখন সেলিম খান মিঠুনের হাতে স্বনামধন্য যশ চোপড়ার ঠিকানা ধরিয়ে দিয়ে বলেছিলেন ‘যশের কাছে গিয়ে বলবে আমি তোমাকে পাঠিয়েছি।’
Mithun Chakraborty young
সেসময় যশ চোপড়া তাঁর আসন্ন সিনেমা ‘ত্রিশূল’এর জন্য নতুন মুখ খুঁজছিলেন। কিন্তু সেসময় মিঠুন তাঁর ওই  সিনেমায় অভিনয়ের সুযোগ পাননি। তবে পরে এক সাক্ষাৎকারে মিঠুন জানিয়েছিলেন কাজের সুযোগ না পেলেও সেলিমের সাথে  প্রথম সাক্ষাৎ নাকি  তাঁর মনোবল বৃদ্ধি করেছিল।