বলিউড (Bollywood) নিয়ে নেটিজেনদের মধ্যে মাতামাতির শেষ নেই। বলিউডের তারকাদের পর্দায় দেখার পরেও তাদের ব্যক্তিগত জীবন থেকে প্রেম সবকিছু নিয়েই দারুন কৌতূহল থাকে নেটিজেনদের মধ্যে। এমনকি পছন্দের তারকাদের সন্তানরা (Bollywood Celebriti Kids) কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে প্রেম করছেন এই সমস্ত খবরও রাখতে পছন্দ করেন ভক্তরা। বিটাউনে অনেক সময় এমন হয়েছে যে সন্তানদের একেবারে মা বা বাবার মত দেখতে হয়েছে, তখন তাদের প্রতি আরও আকর্ষণ বেড়ে যায়।
আজ আপনাদের সামনে সেই সমস্ত তারকা সন্তানদের তালিকা নিয়ে এসেছি যারা হুবহু নিজেদের মা-বাবার মত দেখতে। বলিউডে এমন একাধিক তারকা রয়েছেন যাদের সন্তানদের দেখলে তাদেরই ছোট বেলার কথা মনে পরে যায়। এমনকি কিছু এমনও উদাহরণ রয়েছে যেখানে ছেলেকে একেবারে বাবার মতোই দেখতে হয়েছে। এমন মোট ৫ ষ্টার কিডের কথা আপনাদের জানাবো।
১. আরিয়ান খান (Aryan Khan)
বললিউডের বাদশা শাহরুখ খান। ভারত তো বটেই গোটা বিশ্বে ব্যাপক জনপ্রিয় অভিনেতা। শাহরুখের মোট তিন সন্তান, আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান। গতবছর ২৪ বছরে পা দিয়েছেন আরিয়ান খান। আর তাকে দেখতে হুবহু কিশোর বয়সের বাবা শাহরুখ খানেরই মত।
২. ইব্রাহিম খান (Ibrahim Khan)
বলিউডের অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম খান। সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান ইব্রাহিম। ছোট বেলা থেকেই বাবার মত দেখতে ছিল ইব্রাহিমকে। এরপর দেখতে দেখতে যত বড় হয়েছে ততই যেন কিশোর বয়সের সাইফ আলী খানের মত দেখতে হয়ে গিয়েছে ইব্রাহিম। বলিউডে ইব্রাহিমকে সাইফের কার্বন কপিও বলেন অনেকেই।
৩. সারা আলী খান (Sara Ali Khan)
সাইফ আলী খানেরই আরেক সন্তান সারা আলী খান। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সাথে থাকার সময়েই ইব্রাহিমের পর সারা হন। অৰ্থাৎ ইব্রাহিম খান ও সারা আলী খান ভাই বোন। ইব্রাহিম বাবার মত দেখতে হয়েছে আগেই বলেছি। অনেকের মতে সারাকে তার মা অমৃতা সিংয়ের মত দেখতে।
৪. জাহ্নবী কাপুর (Janhavi Kapoor)
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বলিউডের ষ্টার কিড তথা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে গিয়েছেন জাহ্নবী। অভিনেত্রীকে অনেকটাই নিজের মা শ্রীদেবীর মত দেখতে ইহয়েছে। অনেকেই একথা স্বীকার করেছেন।
৫. টাইগার শ্রফ (Tiger Shroff)
বলিউডের ছবি দেখেন অথচ জ্যাকি শ্রফ এর ছেলে টাইগার শ্রফকে চেনেন না এমন খুব কমই আছেন। বলিউডের ড্যাশিং হিরোদের মাঝে ইতিমধ্যেই নাম তুলেছেন টাইগার শ্রফ। যেমন ফিগার তেমনি দুর্দান্ত নাচের ক্ষমতা রয়েছে। তবে নেটিজেনদের মতে অনেকটা বাবা জ্যাক শ্রফের মত দেখতে হয়েছেন টাইগার শ্রফ।