• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের ৪ মাসেই দুই থেকে তিন! নতুন সদস্য এল সিদ্ধার্থ-কিয়ারার পরিবারে

Published on:

Bollywood star couple Sidharth Malhotra and Kiara Advani bought a Mercedes Maybach car

বলিউডের (Bollywood) ‘শেরশাহ’ জুটি (Couple) নামে খ্যাত সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাজুটির মধ্যে একটি হলেন তাঁরা। অগণিত অনুরাগী রয়েছে সিদ্ধার্থ-কিয়ারা। গত ফেব্রুয়ারি মাসে বিয়ে করার পর থেকে কাজ এবং সংসার দুই-ই সমান দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন এই দুই তারকা। সম্প্রতি তাঁদের পরিবারে আগমন হয়েছে নতুন অতিথির।

সিদ্ধার্থ এবং কিয়ারাকে একসঙ্গে ‘শেরশাহ’ ছবিতে দেখা গিয়েছিল। বিক্রম বাত্রার বায়োপিকে নজর কেড়েছিল তাঁদের রসায়ন। সেই সঙ্গেই জোরালো হয়েছিল তাঁদের প্রেমের গুঞ্জনও। যদিও সেসব খবর নিয়ে কখনও মুখ খোলেননি সিড-কিয়ারা। বরং একে অপরকে স্রেফ ভালো বন্ধুই বলে এসেছেন তাঁরা।

Sidharth Malhotra and Kiara Advani, Sidharth Malhotra and Kiara Advani Mercedes Maybach car

তবে তাঁদের মধ্যে যে শুধুমাত্র বন্ধুত্ব ছিল না তা পরিষ্কার হয়ে যায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। সেই দিনই জয়সলমেরে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন ‘শেরশাহ’ জুটি। বিয়ের পর দিল্লি এবং মুম্বইয়ে বিলাসবহুল রিসেপশন আয়োজন করেছিলেন মিস্টার অ্যান্ড মিসেস মলহোত্রা। এরপর থেকে চুটিয়ে সংসার করছেন তাঁরা।

এবার জানা গেল, বি টাউনের এই দুই তারকার পরিবারেই আগমন হয়েছে নতুন অতিথির। না, আপনি যদি ভেবে থাকেন কিয়ারা মা হয়েছেন বা মা হতে চলেছেন তাহলে ভুল ভাবছেন। বরং মিস্টার অ্যান্ড মিসেস মলহোত্রা সম্প্রতি মার্সিডিজ মেব্যাক মডেলের বিলাসবহুল একটি গাড়ি (Mercedes Maybach Car) কিনেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেই গাড়ির দাম প্রায় ২.৬৯ কোটি টাকা।

Sidharth Malhotra and Kiara Advani, Sidharth Malhotra and Kiara Advani Mercedes Maybach car

সম্প্রতি কিয়ারাকে এই লাক্সারি গাড়ি চেপে ডাবিং স্টুডিওয় যেতে দেখা যায়। নায়িকার পিছু নেয় মুম্বইয়ের পাপারাৎজিরা। গাড়ি থেকে নামার পর ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দেন অভিনেত্রী। কিয়ারাকে নতুন গাড়ি কেনার জন্য শুভেচ্ছা জানান পাপারাৎজিরা। এরপর একগাল হাসি নিয়ে স্টুডিওয় ঢুকে যান তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


প্রসঙ্গত, কিয়ারাকে শীঘ্রই ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে দেখা যাবে। আগামী ২৯ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা। এই ছবিতে তাঁর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন কার্তিক আরিয়ান। অপরদিকে সিদ্ধার্থ শীঘ্রই ওয়েব ডেবিউ করতে চলেছেন। রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র হাত ধরে ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥