বিনোদনভিডিও

একের পর এক ছবি ফ্লপ! হিরোগিরি ছেড়ে কেরিয়ার বাঁচাতে মন্দিরে মন্দিরে ঘুরছেন অক্ষয় কুমার

বলিউড (Bollywood) সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। অভিনেতার একের পর এক ৫টি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। চলতি বছর ‘সেলফি’ ফ্লপ হওয়ার পর থেকে আর বড়পর্দাতেও দেখা নেই তাঁর। এসবের মাঝেই এবার চারধাম যাত্রায় বেরিয়ে পড়লেন বলি সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেসকল ছবি, ভিডিও।

বলিউডের একাধিক তারকা সাম্প্রতিক অতীতে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা (Uttarakhand Chardham Yatra) করেছেন। কয়েকদিন আগেই সারা আলি খান কেদারনাথ (Kedarnath) গিয়েছিলেন। এবার অক্ষয় কুমার চারধাম যাত্রায় বেরিয়েছেন। সম্প্রতি কেদারনাথ মন্দির গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবি। সেখানে গিয়ে ভোলেনাথের পূজা-অর্চনা করতে দেখা যায় অভিনেতাকে।

Akshay Kumar, Akshay Kumar in Kedarnath

কেদারনাথ মন্দির দর্শনের পর অক্ষয় বদ্রীনাথ (Badrinath) মন্দিরে দর্শন করতে যান। অভিনেতার পরনে ছিল কালো রঙের হুডি। কপালে চন্দন এবং গলায় রুদ্রাক্ষের মালাও পড়েছিলেন তিনি। অক্ষয়কে ঘিরে রেখেছিলেন একাধিক নিরাপত্তারক্ষী। ‘হর হর মহাদেব’ ধ্বনি দিতে দিতে মন্দিরে প্রবেশ করতে দেখা যায় বলি সুপারস্টারকে।

জানা গিয়েছে, অক্ষয় যে বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে যাবেন এই বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। কেউ এই বিষয়ে কিছু জানতেন না। তবে অভিনেতা মন্দিরে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। কিছু ভক্তের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় বলি সুপারস্টারকে।

Akshay Kumar, Akshay Kumar in Badrinath, Akshay Kumar Chardham Yatra

অক্ষয়ের কাজের দিক থেকে বলা হলে, ব্যাক টু ব্যাক ৫টি সিনেমা ফ্লপ হলেও বলিউডে তাঁর ডিম্যান্ড একটুও কমেনি। অভিনেতার হাতে রয়েছে একাধিক সিনেমা। এখন ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র শ্যুটিং করছেন তিনি। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে টাইগার শ্রফ এবং সোনাক্ষী সিনহাকে দেখা যাবে।


এছাড়াও অক্ষয়ের হাতে রয়েছে একাধিক সিনেমা। শীঘ্রই ‘হেরা ফেরি ৩’তে দেখা যাবে তাঁকে। এছাড়াও ‘ওহ মাই গড ২’, ‘সুরারাই পোত্রু’র হিন্দি রিমেক রয়েছে অভিনেতার হাতে। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র কাজ শেষ হওয়ার পর এক এক করে এই ছবিগুলির কাজ শুরু করবেন তিনি।

Back to top button