• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেলাগাম মিকা সিং! সোশ্যাল মিডিয়ায় এক ব্যাক্তির বোন তুলে গালিগালাজ করলেন বলিগায়ক

Published on:

বর্তমানে অধিকাংশ বলিতারকার মত মিকা সিংয়ের নামও খবরের কেন্দ্রে, যদিও তা সম্পূর্ণ নেতিবাচক কারণেই। সম্প্রতি মিকা সিংয়ের একটি পুরোনো ট্যুইট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি একজন ট্যুইটার ব্যবহারকারীকে তাঁর বোন তুলে গালিগালাজ করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষক আন্দোলনের সমর্থন করার সময়ে বলিনায়িকা কঙ্গনা রানাওয়াতকে উদ্দেশ্য করেও কটূক্তি করেন মিকা সিং। ফলে পাঞ্জাবি গায়কের ব্যবহারে যথেষ্ট উত্তপ্ত সোশ্যাল মিডিয়া।

নেটিজেন সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া ট্যুইটটি আজ থেকে প্রায় ৪ বছর আগের। ২০১৬-তে মিকা ট্যুইটারে এক ট্যুইটার ব্যবহারকারীকে ধমকানোর উদ্দেশ্যে তাঁর বোনের বিষয়ে অশালীন মন্তব্য করেন। নেটিজেনদের বক্তব্য, মিকা যে মহিলাদের সম্মান করার বিষয়ে এত কথা বলেন, এই কি তার নমুনা। অনেকেই খোলাখুলিভাবে মহিলাদের অসম্মান করার অভিযোগে মিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

https://twitter.com/MikaSingh/status/737692682189934592?ref

বলি সূত্রের মতে, পাকিস্তানে একটি অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই মিকার বিরুদ্ধে অভিযোগ আরও ঘনিয়েছে। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়াত জানিয়েছেন, পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের এক আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে গান গাওয়ার আহ্বান পেয়ে পাকিস্তান যান মিকা। আন্তর্জাতিক সূত্রের খবর, সেখানেই পাকিস্তানি জঙ্গি দাউদ ইব্রাহিমের পরিবার সহ অন্যান্য আইএসআই জঙ্গি পরিবারের সংস্পর্শে আসেন মিকা!

মিকার পাকিস্তানে যাওয়ার খবরে গর্জে ওঠে তৎকালীন সামাজিক মাধ্যম থেকে সিনেমাপ্রেমীরা। সর্বভারতীয় ছায়াছবি কর্মচারী সংস্থা (এআইসিডাব্লিউএ) -এর পক্ষে থেকে মিকাকে বলিউড থেকে ব্যান করার সাময়িক সিদ্ধান্ত নিলেও তা যে সেভাবে কার্যকর করতে সক্ষম হয়নি তার, তা বলাই বাহুল্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥