• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের নাম পরিবর্তন করা উচিৎ! কঙ্গনার পর এবার বিস্ফোরক মন্তব্য নওয়াজের

Published on:

বলিউডে অন্য স্বাদের ছবিতে অভিনয় করে নিজের জায়গা পোক্ত করেছেন ‘স্যাক্রেড গেমস’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয়ের দক্ষতা এবং তুখোর পার্সোনালিটিই তার জনপ্রিয়তার মূল ইউএসপি। কালো, রোগা, না খেতে পাওয়া চেহারা। কাজ চাইলে ফিরেও তাকানো হত না তাঁর দিকে। তবে উত্তরপ্রদেশের ছোট এক গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে বলিউডে পা রেখেছিলেন নওয়াজ উদ্দিন। কিন্তু তাঁর ছিল না হিরো সুলভ চেহারা। না ছিল মাথার ওপর কারও হাত। ছিল পকেট ভর্তি স্বপ্ন। আর অভিনয়ে ভরসা। এক লাইন ইংরেজি বলতে পারেন না তিনি। জানেন কেবল হিন্দি। তাকে কে কাজ দেবে? কিন্তু সেই নওয়াজ শক্ত করেছেন বলিউডের মাটি। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর মতো ছবিতে বুলান্দি আওয়াজ নওয়াজ।গতকয়েকদিন ধরেই বলিউড নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন ‘দ্য মাউন্টেন ম্যান’ নওয়াজ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী জানান যে ‘বলিউড’ এর নাম পরিবর্তন করা উচিৎ। আগেও এই একই বক্তব্য রেখেছিলেন বলিপাড়ার ক্যুইন কঙ্গনা রানাউত। ‘বলিউড’ শব্দটি নিজেই ভীষণ অবমাননাকর বলেও দাবি করেন অভিনেত্রী।

সবসময়ই অকপট এবং সাহসী মন্তব্য করতে ভালোবাসেন অভিনেতা। তার বক্তব্যে কোনোও রাখ-ঢাক থাকেনা। নিজের মতামত জানাতে কখনই পিছপা হন না অভিনেতা। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে নওয়াজ বলেন, “আমি সবার আগে যেই জিনিসটার পরিবর্তন চাই সেটা হল ‘বলিউড’ নামটা। ” কদিন আগে এই একই সুরে সুর মিলিয়ে ট্যুইট করেছিলেন কঙ্গনাও।কঙ্গনা রানাউত বলেছিলেন যে বলিউড শব্দটি নিজেই আপত্তিজনক। শুধু তাই নয়, তিনি উল্লেখ করেছেন যে এটি হলিউড থেকে অনুকরণ করা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥