এক-দুই নয়, দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে ফের বড়পর্দায় নায়ক হিসেবে কামব্যাক করছেন বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। আগামী ২৫ জানুয়ারি তাই ‘বাদশা’ অনুরাগীদের কাছে কোনও উৎসবের চেয়ে কম নয়। কারণ ওই দিনই রিলিজ করবে শাহরুখের বহু প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ (Pathaan)। আর মাত্র হাতে গোনা ৫ দিনের অপেক্ষা শেষেই প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বাদশার ম্যাজিক’।
ইতিমধ্যেই শাহরুখ-দীপিকা-জনের ছবির ঘিরে সারা দেশে উন্মাদনা দেখার মধ্যে। অবশ্য শুধুমাত্র ভারতেই নয়, বিদেশের দর্শকদের মধ্যেও ‘পাঠান’ ঘিরে আগ্রহ আকাশ ছুঁয়েছে। ‘বয়কট পাঠান’ ট্রেন্ডকে তুড়ি মেরে উড়িয়ে হু হু করে বিক্রি হচ্ছে ছবির টিকিট। ইতিমধ্যেই কয়েক হাজার ছুঁয়েছে ছবির টিকিটের মূল্য (Pathaan ticket price)। তবে দাম বাড়ার সঙ্গেই দর্শকদের মধ্যে চাহিদাও কিন্তু বেড়েছে।
রিলিজের সপ্তাহ খানেক আগে থেকেই ‘পাঠান’এর অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। তাই আগেভাগেই টিকিট কেটে রাখছেন দর্শকরা। শোনা যাচ্ছে, চড়া দামে বিক্রি হলেও এখনও অনেক জায়গায় শাহরুখের ছবির টিকিট পাওয়া যাচ্ছে না। এখন থেকেই বহু সিনেমাহলের বাইরে ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড!
দর্শকমহলে শাহরুখ-দীপিকার ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে এখনই নাকি কয়েক হাজার টাকায় বিক্রি হচ্ছে ‘পাঠান’এর টিকিট। দাম ইতিমধ্যেই ২০০০ ছাড়িয়েছে। দিল্লির একটি সিনেমাহলে নাকি ২১০০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে। এত দাম দিতে রাজি থাকলেও বহু দর্শক টিকিট পাচ্ছেন না।
অবশ্য শুধুমাত্র দিল্লিই নয়, কলকাতা এবং মুম্বইয়েও কিন্তু চিত্রটা একই। মুম্বইয়ে এখনই টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা ছুঁয়ে ফেলেছে। ইতিমধ্যেই রিলিজের দিন বেশিরভাগ সিনেমাহল হাউসফুল হয়ে গিয়েছে। অপরদিকে কলকাতায় অবশ্য টিকিটের দাম এতটা বাড়েনি। তিলোত্তমায় ইতিমধ্যেই ৬৫০ টাকা মুল্যের টিকিট প্রায় শেষ। তবে ‘কিং খান’এর ছবির টিকিটের চাহিদা কিন্তু এখানেও আকাশছোঁয়া।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলারের অগ্রিম বুকিংয়ে টিকিটের এত বিপুল চাহিদা দেখার পর চলচ্চিত্র বিশেষজ্ঞরা প্রায় একবাক্যে মেনে নিয়েছেন, রিলিজের দিনই বড় অঙ্কের টাকা ঘরে ঢুকতে চলেছে। পাশাপাশি দর্শকদের একাংশ এও বলছেন, বক্স অফিসে প্রচুর রেকর্ড ভাঙবে শাহরুখ-দীপিকার ‘পাঠান’। এবার দেখার ২৫ জানুয়ারি ছবি রিলিজের পর সত্যিই এমনটা হয় কিনা।