সুশান্ত সিং রাজপুতের (Sushant singh rajput) মৃত্যুর পর থেকেই সোশ্যাল সাইটে মুখ খুলেছেন কঙ্গনা রানাউত (Kangna ranaut)। বলিউড-ইন্ডাস্ট্রিতে (bollywood) স্বজনপোষণ (nepotism) হোক বা রুপোলি পর্দার ‘পরিবারতন্ত্র’, বারেবারে মুখ খুলেছেন কঙ্গনা। এমনকি বলিউডি ছবিতে স্বল্পবসনা অভিনেত্রীদের ব্যবহার করা নিয়েও মুখর হয়েছিলেন বলিউডের ‘ক্যুইন’। যদিও সম্প্রতি ইনস্টাগ্রামের যে পোস্টের কারণে আলোচনার কেন্দ্রে কঙ্গনা, সেখানেও তাঁকে দেখা গেছে বিকিনির মত আকর্ষক পোশাকে।

বলিউডে ২০০৬ সালে অনুরাগ বাসুর ‘গ্যাংস্টার’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ করেন কঙ্গনা। সূত্রের মতে, অভিনেত্রী মুম্বইয়ে প্রথম পা রাখেন আদিত্য পাঞ্চোলির বাড়িতে। সেখানে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন কঙ্গনা। এছাড়াও নানা জায়গায় নানা পার্টিতে যৌন লালসার শিকার হওয়ার কারণে প্রথম থেকেই বেশ স্পষ্টবাদী এই বলি-অভিনেত্রী।
অনেকদিন পরে ইনস্টাগ্রামে কঙ্গনাকে দেখা গেল চেনা সাহসী ছন্দে, এমনই মত নেটিজেনদের। বুধবার ইনস্টাগ্রামে মেক্সিকোর এক সমুদ্রতটে বিকিনি (Bikini) পরে ছবি ছাড়েন কঙ্গনা। এরপর থেকেই যেন লাইকের ঝড় ওঠে ইন্সটায়। ক্যাপশনে কঙ্গনা লিখেছেন যে এই ছবি মেক্সিকোর এক ছোট্ট দ্বীপ ‘টুলুম’-এর তটে বসে তোলা।

অন্যদিকে কঙ্গনার ছবির কমেন্টবক্সে দেখা গেছে নেটিজেনদের ভিন্ন ভিন্ন মতামত। অনেকে কঙ্গনাকে সুন্দরী ও ‘হট’ বলার পাশাপাশি বিবাহের প্রস্তাবও দিয়ে বসেছেন। যদিও এরই মাঝে ‘কুলকার্নিপল্লবী০১’ নামক এক ইন্সটা ব্যবহারকারীর কমেন্ট ঘিরে হাসির রোল উঠেছে। ওই নেটিজেন লিখেছেন, “এই যে সমুদ্রের ঢেউরা আপনাকে পাত্তা দিচ্ছে না, আশা করি তাতে আপনি অপমানিত বোধ করছেন না।” শুরু থেকেই কঙ্গনার মুখখোলা নিয়ে যে অনেকে অভিনেত্রীকে ‘দৃষ্টিআকর্ষণকারী’ বলে দাগিয়ে দিচ্ছিলেন, এই কমেন্ট তারই এক উদাহরণ। যদিও এইসকল নেতিবাচক কমেন্টকে উপেক্ষা করে ছবিতে লাইক ছুঁয়েছে ৭.১৫ লক্ষের মাত্রা!














