• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিপাবলিক সহ বিভিন্ন নিউজ চ্যানেলের বিরুদ্ধে এবার হাইকোর্টে গোটা বলিউড !

Published on:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম বলিউডকে কাঠঘড়ায় তোলে। বলিউডের প্রথম সারির সেলিব্রিটি যেমন শাহরুখ খান (Shahrukh  Khan), আমির খান (Amir Khan), সালমান খান (Salman Khan) সহ বহু সেলেব্রিটিদেরকে চূড়ান্ত হেনস্থা করা হয়। এবার সেই হেনস্থার জন্য বলিউডের ৩৮টি প্রযোজনা সংস্থা সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করল।

বলিউড প্রযোজনা সংস্থাগুলির মতে, সুশান্তের মৃত্যুর পর থেকে প্রথমে স্বজনপোষণ ও পরে মাদককান্ড সামনে আসার পর মাদককাণ্ডে ভুয়ো অভিযোগ আনা হতে থাকে একেরপর  এক অভিনেতা অভিনেত্রীর দিকে। এছাড়াও তাদেরকে রীতিমত মাদকাসক্ত হবার মত নোংরা অভিযোগ করা হতে থাকে।অনেকে বলেছেন যে দুবাইয়ের তাকাই নাকি বলিউড চলে, যার দুর্গন্ধ তারকাদের গা থেকে কখনোই দূর হবে না। যা মেনে নেওয়া সম্ভব না। তাই মোট ৩৮টি প্রযোজনা সংস্থা মাইল যৌথ ভাবে রিপাবলিক টিভি (Republic TV), টাইমস নাউ (Times Now) এর মত সংবাদমাধ্যম ও অর্ণব গোস্বামী (Arnab Goswami), নাভিক কুমার (Navik Kumar), প্রদীপ ভান্ডারী (Pradip  Bhandari) ও  রাহুল শিবশঙ্কর (Rahul Shivshankar) এই চার সাংবাদিকের বিরুদ্ধে আইনি অভিযোগ করেছে।

প্রসঙ্গত, এই ৩৮টি প্রযোজনা সংস্থার মধ্যে শাহরুখ খাঁন, সালমান খান ও আমির খানের মত অভিনেতাদের প্রযোজনা সংস্থাও রয়েছে। যারা একসাথে এই সমস্ত খবরের চ্যানেল ও তাদের সাংবাদিকদের ওপর অভিযোগ করেছে। এই ৩৮টি  প্রযোজনা সংস্থার নাম হল :-

 

১. রেড চিলিজ এন্টারটেনমেন্ট
২. সলমন খান ফিল্মস
৩. আমির খান প্রোডাকশন
৪. ধর্মা প্রোডাকশনস
৫. রিলায়েন্স বিগ এন্টারটেনমেন্ট
৬. দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া (পিজিআই)২
৭. দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন
৮. স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশন
৯. ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি প্রডিউসারস কাউন্সিল
১০. অ্যাড-ল্যাবস ফিল্মস
১১. অজয় দেবগণ ফিল্মস
১২. আরবাজ খান প্রোডাকশন
১৩. আন্দোলন ফিল্মস
১৪. অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক
১৫. নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট
১৬. যশরাজ ফিল্মস
১৭. আশুতোষ গোয়ারিকর প্রোডাকশনস
১৮. সোহেল খান প্রোডাকশনস
১৯. বিএসকে নেটওয়ার্ক অ্যান্ড এন্টারটেনমেন্ট
২০. কবীর খান ফিল্মস
২১. কেপ অফ গুড ফিল্মস
২২. এক্সেল এন্টারটেনমেন্ট
২৩. ক্লিন স্লেট ফিল্মস
২৪. রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স
২৫. এমে এন্টারটেনমেন্ট অ্যান্ড মোশন পিকচার্স
২৬. আর এস এন্টারটেনমেন্ট
২৭. ফিল্ম ক্রাফট প্রোডাকশনস
২৮. হোপ প্রোডাকশন
২৯. রোহিত শেট্টি পিকচার্স
৩০. রয় কাপুর ফিল্মস
৩১. ম্যাকগাফিন পিকচার্স
৩২. লাভ ফিল্মস
৩৩. বিশাল ভরদ্বাজ পিকচার্স
৩৪. ওয়ান ইন্ডিয়া স্টোরিজ
৩৫. বিনোদ চোপড়া ফিল্মস
৩৬. শিখা এন্টারটেনমেন্ট
৩৭. রিয়াল লাইফ প্রোডাকশনস
৩৮. টাইগার বেবি ডিজিটাল

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥