• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে মাদককাণ্ডে নয়া মোড় NCB’র আচমকা হানা প্রযোজক ফিরোজ নাদিওয়ালার বাড়িতে! উদ্ধার হল ড্রাগস

Published on:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর তদন্তে উঠে এসেছে একেরপর এক চাঞ্চল্যকর তথ্য। বলিউডের মাদকযোগের খোঁজ মিলেছে। বহু নামি তারকাদের নাম জড়িয়েছে তাতে ইতিমধ্যেই। এবার সেই তালিকায় জুড়ল আরো এক রাঘব বোয়ালের নাম। বলিউডের প্রযোজক ফিরোজ নাদিওয়ালাকে (Firoz Nadiadwala) সমন পাঠালো NCB। বলিউডের প্রযোজ্য ফিরোজ নাদিওয়ালা ‘ফির হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘ফুল এন্ড ফাইনাল’ ইত্যাদি অনেক সুপার হিট ছবির প্রযোজনা করেছেন।

আজ বলিউডের মাদকযোগের তদন্তে বেশ কিছু জায়গায় আচমকাই তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা NCB। জায়গাগুলির মধ্যে একটি ছিল প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার মুম্বাইয়ের বাড়ি। যেমনটা জানা যাচ্ছে তল্লাশির সময় বাড়িতে প্রযোজক উপস্থিত ছিলেন না। কিন্তু তল্লাশিতে প্রযোজকের বাড়ি থেকে মাদক উদ্ধার করেন NCB এর তদন্তকারী অফিসারেরা। বাজেয়াপ্ত করা হয় উদ্ধার করা মাদক। প্রযোজকের স্ত্রী অভিনেত্রী  দিব্যা ভারতীকে (Divya  Bharati) আজ জেরাও করেছেন NCB আধিকারিকেরা। সাথে প্রযোজকের নাম পাঠানো হয়েছে সমন।

এদিন NCB মোট ৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে। মালাড, আন্ধেরি, লোখান্ডওয়ালা, খারঘর এবং কোপারখাইরানে এই এলাকাগুলিতে তল্লাশি চালানো হয়েছে। ঠিক কত পরিমান মাদক উদ্ধার হয়েছে তা এখনো জানা যায়নি। তবে যেমনটা জানা যাচ্ছে সামান্য পরিমান মাদকই উদ্ধার হয়েছে প্রযোজকের বাড়ি থেকে।

প্রসঙ্গত, এর আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের প্রাক্তন ম্যানেজার কারিশমা প্রকাশের বাড়ি থেকেও মাদক উদ্ধার হয়েছে। ১.৭ গ্রাম চরস ও কিছু সিবিডি অয়েলের বোতল উদ্ধার করা হয়েছিল কারিশমার বাড়িতে তল্লাশি চালিয়ে। এরপর কারিশমার নামেও সমন জারি হয়, তারপরেই বেপাত্তা হয়েযান কারিশমা। আবার হটাৎই গত বুধবার মুম্বাই NCB দফতরে হাজির হন তিনি। কারিশমা আগাম জামিনের আবেদন করেছেন। আগামী ১০ই নভেম্বর পর্যন্ত কারিশমার আগাম জামিনের শুনানি স্থগিত আছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥