আমির খান (Amir Khan) নামটাই যথেষ্ট। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে, কে না চেনেন। দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও দারুন জনপ্রিয় বলিউড স্টার। নিজের দীর্ঘ অভিনয় জীবনে একাধিক সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন অভিনেতা। এমনিতে সিনেমা নিয়ে বরাবরই দারুন খুঁতখুঁতে আমির। তবে তাঁর দীর্ঘ অভিনয় জীবনে এমন কিছু সিনেমা আছে যা চিরকালের জন্য দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে।
আমির খানের কেরিয়ারের এমনই এক সফলতম সিনেমা ‘লাগান’ (Lagaan)। ইংরেজ শাসিত ভারতের কৃষকদের জীবন এবং দেশ ভক্তির পরিপ্রেক্ষিতে তৈরি এই সিনেমা দেখলে আজও গায়ে কাঁটা দেয় যে কোনো ভারতবাসীর। দেখতে দেখতে ২১টা বছর পার ‘লাগান’ মুক্তি পেয়েছে। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ঐতিহাসিক সিনেমা টি অস্কারে নমিনেশন পর্যন্ত পেয়েছিল। কিন্তু শেষ মুহুর্তে তা ছিটকে যায়। তবুও ভারতীয় সিনেমার ইতিহাসে এই ‘লাগান’ সিনেমা আজও অন্যতম সেরা সিনেমা।
এই সিনেমাটিতে ভুবন অভিনেতা আমিরের বিপরীতে গৌরি চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী গ্রেসি সিং (Gracy Singh)। নিজস্ব অভিনয় দক্ষতার গুণে সেইসময় দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। তবে দর্শকদের মন জয় করলেও পরবর্তীতে আর ইন্ডাস্ট্রিতে তেমনভাবে দেখা যায়নি অভিনেত্রী কে। বলিউড থেকে একপ্রকার হারিয়েই গিয়েছেন এই ‘লাগান’ অভিনেত্রী।
সেদিনের সেই সুন্দরী অভিনেত্রী গ্রেসি সিংকে আজ প্রথম দেখায় চিনতে পারবেন না কেউই। দেখতে দেখতে কেটে গিয়েছে দুই দশক। আর এই সময়ে তার চেহারাতে এসেছে আমূল পরিবর্তন। ইদানিং তাকে আর বড় পর্দায় দেখা যায় না ঠিকই। কিন্তু এখনও অভিনয় ছাড়েন গ্রেসি। বর্তমানে তিনি চুটিয়ে কাজ করছেন হয়েছে হিন্দি টেলিভিশনে। বর্তমানে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘সন্তোষী মা’ তে দেখা মিলছে গ্রেসির।
এই ধারাবাহিকে মুখ্য চরিত্র অর্থাৎ সন্তোষী মায়ের চরিত্রে অভিনয় করছেন গ্রেসি। এছাড়াও আজকাল সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার সাহায্যেই তিনি যোগাযোগ বজায় রেখেছেন তার অনুরাগীদের সাথে।তবে এমন একটা সময় ছিল যখন তিনি অজয় দেবগন, সঞ্জয় দত্ত, অনিল কাপুরের মতো তারকাদের সাথে অভিনয় করেছিলেন। গ্রেসি অভিনীত ছবিগুলোর মধ্যে ‘লাগান’ ছাড়াও বিশেষ ভাবে উল্লেখযোগ্য ‘গঙ্গাজল’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘আরমান’ প্রভৃতি।