• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিতর্ক সত্ত্বেও ৩ দিনে ৩০০ কোটি পার! চরম ট্রোলিং সত্ত্বেও বক্স অফিসে রেকর্ড করল ‘আদিপুরুষ’

Published on:

Bollywood movie Adipurush box office collection on day 3

চলতি বছরের বহুপ্রতীক্ষিত বলিউড (Bollywood) ছবিগুলির মধ্যে একটি হল ‘আদিপুরুষ’ (Adipurush)। প্রভাস, সইফ আলি খান, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমা ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হয়েছে, পরিচালনা করেছেন ওম রাউত। গত  জুন প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ‘আদিপুরুষ’। এরপর থেকে এই ছবি নিয়ে চর্চা চলেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললেই প্রভাসের ছবির ভিএফএক্স, সংলাপ নিয়ে নানান মজার মিম, ভিডিও চোখে পড়ছে।

দর্শকদের একাংশের মতে, প্রত্যাশা পূরণ করতে পারেনি এই মেগা বাজেট সিনেমা। পাশাপাশি হনুমানজির মুখের বেশ কিছু সংলাপও ভালোলাগেনি তাঁদের। সব মিলিয়ে ‘আদিপুরুষ’ বিতর্কে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে নেটপাড়ায় যতই চর্চা হোক না কেন, বক্স অফিসে (Box Office Collection) কিন্তু রাজত্ব করছে প্রভাস (Prabhas), সইফ (Saif Ali Khan)কৃতির (Kriti Sanon) ছবি। এত বিতর্ক সত্ত্বেও মাত্র  ৩ দিনে বিপুল অঙ্ক আয় করে ফেলেছে এই ছবি।

Adipurush, Adipurush box office collection

রিলিজের দিনই গোটা বিশ্বে ১৪০ কোটি টাকার ব্যবসা করেছিল ‘আদিপুরুষ’ (Adipurush Box Office Collection)। দ্বিতীয় সেই অঙ্কটা গিয়ে দাঁড়ায় ১০০ কোটিতে। অর্থাৎ দু’দিনের মধ্যে ২৪০ কোটি টাকা কামিয়ে ফেলেছিল এই সিনেমা। তৃতীয় দিনে সেই অঙ্কটা আরও বেড়েছে।

সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা প্রবল বিতর্ক সত্ত্বেও প্রথম সপ্তাহান্তে ‘আদিপুরুষ’ প্রায় ৩০০ কোটি টাকা আয় করে ফেলেছে। প্রথম দু’দিনে ২৪০ কোটি টাকার ব্যবসা করার পর গতকাল অর্থাৎ রবিবার ৬৫ কোটি টাকা আয় করেছে ওম রাউত পরিচালিত এই সিনেমা। সেই সঙ্গেই মাত্র তিন দিনে গোটা বিশ্বে ৩০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘আদিপুরুষ’।

Adipurush, Adipurush box office collection

সাউথ সুপারস্টার প্রভাস, বলিউড সুপারস্টার সইফ আলি খান অভিনীত এই সিনেমা ৬০০ কোটি টাকার বিপুল বাজেটে তৈরি হয়েছে। ‘রামায়ণ’ অবলম্বনে এই সিনেমা তৈরি করতে দু’হাতে অর্থ ব্যয় করেছিলেন নির্মাতারা। কিন্তু এত কিছু করার পরেও সিনেমার ভিএফএক্স, এডিটিং এবং সংলাপ অনেকেরই ভালোলাগেনি।

‘আদিপুরুষ’ রিলিজের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশা জাহির করেছেন দর্শকদের একাংশ। পাল্লা দিয়ে চলছে ট্রোলিংও। তবে নেটপাড়ায় যতই কটাক্ষ শুনুক না কেন, বক্স অফিসে কিন্তু ‘আদিপুরুষ’র রাজত্ব কায়েম রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥