• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুকে টুকেই শেষ বলিউড, নিজস্ব কিছুই নেই! হিন্দি সিনেমার ব্যর্থতা নিয়ে বিস্ফোরক বরুণ

Published on:

Varun Dhawan says bollywood failing because of remakes

সাম্প্রতিক অতীতে একের পর এক বলিউড (Bollywood) ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বলিপাড়ার বহু সুপারস্টারের ছবিও সেই তালিকায় রয়েছে। কিন্তু হিন্দি সিনেমার এই দুর্দিনেও ১০০ কোটির ওপর ব্যবসা করে ফেলেছে বরুণ ধাওয়ান (Varun Dhawan), কিয়ারা আডবানী অভিনীত ‘যুগ যুগ জিও’। কোন মন্ত্রে সফল হল এই ছবি? কেনই বা বাকি বেশিরভাগ হিন্দি ছবি ব্যর্থ হল? এইসব নিয়ে এবার মুখ খুললেন বরুণ ধাওয়ান।

বরুণের মতে, বলিউড এখন আর সেভাবে মশলাদার বাণিজ্যিক ছবি তৈরি করছে না। সেই কারণেই হয়তো দর্শক হিন্দি সিনেমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ডেভিড ধাওয়ানের পুত্র নিজের কেরিয়ারে একাধিক মশলাদার বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন। ‘ঢিশুম’, ‘জুড়ওয়া ২’এর মতো ছবিগুলি বক্স অফিসেও সফল হয়েছে। তবে বরুণের মতে, এখন বলিউড একটি পরিবর্তনের পর্যায় দিয়ে যাচ্ছে। সেই কারণেই বক্স অফিসে একের পর এক হিন্দি ছবি মুখ থুবড়ে পড়ছে। কিন্তু দক্ষিণের বিভিন্ন ছবি হিট হচ্ছে।

Judwaa 2

সম্প্রতি বরুণ এই বিষয়ে দেশের এক নামী সংবাদসংস্থাকে বলেছেন, ‘আমরা বড় মাপের ছবি যা পরিবারের সঙ্গে বসে দেখা যায়, সেগুলি বানানো বন্ধ করে দিয়েছি। আমরা পশ্চিমী ছবি দ্বারা একটু বেশিই অনুপ্রাণিত হয়ে পড়েছি। তবে সত্যি বলতে কেউই জানে না, কোন ধরণের ছবি ভালো ব্যবসা করবে। বড় প্রযোজক থেকে ব্যবসার সঙ্গে জড়িত মানুষেরা- কেউ জানে না। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেককে নিজেদের জ্ঞান দিতেই হবে যে এটা কাজ করে, ওটা কাজ করে’।

ডেভিড ধাওয়ানের পুত্র অভিনীত ‘যুগ যুগ জিও’ ছবিতে কিয়ারা ছাড়াও অনিল কাপুর, নীতু কাপুরের মতো শিল্পীরাও অভিনয় করেছেন। মাত্র এক সপ্তাহে ছবিটি সারা বিশ্বে ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে।

Jug Jugg Jeeyo

‘যুগ যুগ জিও’র পর বরুণের হাতে এখন দু’টি ছবি রয়েছে। অমর কৌশিক পরিচালিত মনস্টার-কমেডি ‘ভেড়িয়া’ এবং নীতেশ তিওয়ারির লাভ স্টোরি ‘বাওয়াল’এ দেখা যাবে ৩৫ বছর বয়সী এই অভিনেতাকে। ‘স্ত্রী’ এবং ‘রুহি’র পরবর্তী ছবি হল ‘ভেড়িয়া’। ছবিতে বরুণের বিপরীতে কৃতি শ্যাননকে দেখা যাবে। পাশাপাশি আগের দুই ছবির নায়িকা, শ্রদ্ধা কাপুর এবং জাহ্নবী কাপুরেরও থাকার কথা আছে। চলতি বছর নভেম্বর মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥