• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণী সিনেমার তান্ডবে মুখ থুবড়ে পড়ছে বলিউড! তাই শাহরুখ, সালমান, হৃত্বিককে নিয়ে মাঠে নামছে যশরাজ

Published on:

South movie,Bollywood,Hrithik roshan,Salman khan,Shah Rukh Khan,দক্ষিন ছবি,বলিউড,হৃত্বিক রোশন,সালমান খান,শাহরুখ খান,যশরাজ ফিল্মস,yashraj films

আগে বলিউডের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারত না দক্ষিণের ভালো ভালো সিনেমা। আর তাদের ভাষার জন্যও ছিল খানিক সীমাবদ্ধতা। কিন্তু এখন এখন গোটা দেশ জুড়ে দক্ষিণী সিনেমার বাজার গরম। একের পর তেলেগু সিনেমার হিন্দি রিমেকের খবরে পেজথ্রির পাতা সরগরম। এক্ষেত্রে বর্তমানে বারবার যে সিনেমার কথা ঘুরেফিরে আসছে তা হল আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত বক্স অফিস হিট ‘পুষ্পা দ্য রাইজ’ (Pushpa The Rise)। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা।

দেশজুড়ে দক্ষিণী সিনেমার বিরাট সাফল্যের দিকে তাকিয়ে নির্মাতারা ক্রমশ ঝুঁকছেন দক্ষিণী সিনেমার হিন্দি রিমেকের দিকেই। পুষ্পার শুধুমাত্র হিন্দী ভার্সন ইতিমধ্যেই গোটা দেশে ১০০ কোটির ব্যবসা করেছে, আর সব ভাষা মিলিয়ে পুষ্পার আয় ৩০০ কোটি পার করেছে অনেক দিন আগেই৷ আর এই পপরিস্থিতিতে রীতিমতো ভয়ে কাঁটা বলিউড৷ তাবড়-তাবড় পরিচালক নির্মাতাদের সংশয় এবার না রাজ্যপাটের দখল নেয় দক্ষিণী তারকারাই। এবার বোধকরি, দক্ষিণের সিনেমাকে টেক্কা দিতেই কোমর বেঁধে মাঠে নামছেন যশ রাজ ফিল্মস।

South movie,Bollywood,Hrithik roshan,Salman khan,Shah Rukh Khan,দক্ষিন ছবি,বলিউড,হৃত্বিক রোশন,সালমান খান,শাহরুখ খান,যশরাজ ফিল্মস,yashraj films

জানা যাচ্ছে, এবার বলিউডের তিন সুপারস্টার সালমান খান, হৃত্বিক রোশন, এবং শাহরুখ খানকে একসাথে দেখা যাবে পর্দায়। ছবিটি পরিচালনা করছেন রাণী মুখার্জির স্বামী আদিত্য চোপড়া। স্পাই থ্রিলার নিয়েই তৈরি হবে এই ছবি। তিন সুপারস্টার অভিনেতাকে একসাথে পর্দায় পেলে হল উপচে পড়বেই এই ভাবনা থেকেই তৈরি হচ্ছে ছবি।

South movie,Bollywood,Hrithik roshan,Salman khan,Shah Rukh Khan,দক্ষিন ছবি,বলিউড,হৃত্বিক রোশন,সালমান খান,শাহরুখ খান,যশরাজ ফিল্মস,yashraj films

শোনা যাচ্ছে, খুব শিগগিরই শুরু হবে ছবির শ্যুটিং। তবে যশরাজ ফিল্মস থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনোও অফিশিয়াল স্টেটমেন্ট প্রকাশ করা হয়নি৷ সূর্যবংশীর পর আর সেভাবে বলিউডের ছবি বাজার গরম করতে পারেনি। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও একটি দক্ষিণী সিনেনা ‘RRR’। এদিকে শাহরুখের ‘পাঠান’ এবং ভাইজানের ‘টাইগার থ্রি’ এর জন্যও মুখিয়ে আছেন দর্শকেরা৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥