চলতি বছরটা বলিউডের (Bollywood) জন্য মোটের ওপর ভালোই কেটেছে। বছরের শুরুতেই রিলিজ করেছিল শাহরুখ খানের ‘পাঠান’। গোটা বিশ্বে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। এরপর বক্স অফিস কাঁপিয়েছে সানি দেওলের ‘গদর ২’। এখন আবার দর্শকমনে রাজত্ব করছে সলমন খানের ‘টাইগার ৩’। তবে আসন্ন ডিসেম্বরেও একেরপর এক ব্লকবাস্টার ছবি রিলিজ হতে চলেছে। চলুন এবার একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
Upcoming Bollywood Movies 2023
দেখতে দেখতে বছর শেষ হতে চললেও এখনও বেশ কয়েকটি মেগা বাজেট সিনেমা মুক্তি পাওয়া বাকি। শাহরুখের ‘ডানকি’ থেকে শুরু করে ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’- সেই তালিকায় নাম রয়েছে একাধিক সুপারস্টারের ছবির। সবচেয়ে অবাক করা বিষয় হল, একই মাসে রিলিজ করবে এই সিনেমাগুলি। একদিনে মুক্তি পাবে দু’টি করে ছবি। চলুন দেখে নেওয়া যাক, বর্ষশেষের আগে বক্স অফিসে ঝড় তুলতে আসছে কোন কোন সিনেমা।
ডানকি ভার্সেস সালার (Dunki Vs Salaar)- ‘পাঠান’ এবং ‘জওয়ান’র ব্লকবাস্টার সাফল্যের পর এবার ‘ডানকি’ নিয়ে আসছেন শাহরুখ। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির টিজার বেশ ভালোলেগেছে দর্শকদের। আগামী ২২ ডিসেম্বর রিলিজ করবে এই সিনেমা।
একই দিনে বক্স অফিসে ঝড় তুলতে মুক্তি পাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’। অ্যাকশনে ভরপুর এই ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে ‘বাহুবলী’ অভিনেতাকে। দুই সুপারস্টারের লড়াইয়ে শেষ হাসি কে সেটা জানা যাবে রিলিজের পর।
স্যাম বাহাদুর ভার্সেস অ্যানিমাল (Sam Bahadur Vs Animal)- একদিনে ক্যাটরিনার স্বামী অন্যদিকে প্রাক্তন- আগামী ১ ডিসেম্বর একইসঙ্গে প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমাল’। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-এর ভূমিকায় দেখা যাবে ভিকিকে। অপরদিকে চেনা ছক ভেঙে একেবারে ভিন্ন অবতারে হাজির হবেন রণবীর।
মেরি ক্রিসমাস ভার্সেস যোদ্ধা (Merry Christmas Vs Yodha)- বলিউড কাঁপিয়ে এবার তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ক্যাটরিনা কাইফ। ‘মেরি ক্রিসমাস’র হাত ধরে সাউথে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী। এই ছবিতে সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা। একইদিনে বক্স অফিস কাঁপাতে আসছে সিদ্ধার্থ মলহোত্রার ‘যোদ্ধা’। ‘শেরশাহ’র আকাশছোঁয়া সাফল্যের পর ফের একবার সৈনিকের ভূমিকায় হাজির হতে চলেছেন অভিনেতা। বর্ষশেষের আবহে এই ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করে সেটাই দেখার।