গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষরা এই মুহূর্তে ‘পাঠান ম্যানিয়া’য় (Pathaan) আক্রান্ত হলেও ব্যক্তিক্রম জনপ্রিয় পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma)। গত ২৫ জানুয়ারি রিলিজ করেছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই সিনেমা। এরপর থেকে বক্স অফিসে চলছে শুধুমাত্র ‘পাঠান রাজ’। যত সময় যাচ্ছে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনাও ততই বাড়ছে। বক্স অফিসেও পড়ছে সেই ছাপ। মাত্র ৭ দিনের মধ্যেই ৬০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে এই ছবি। তবে তা সত্ত্বেও শাহরুখকে নিয়ে এত বেশি মাতামাতি করার কোনও কারণ দেখতে পাচ্ছেন না রামগোপাল।
বি টাউনের এই নামী পরিচালক নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য বেশ জনপ্রিয়। দর্শকরাও জানেন, রামগোপাল নিজের মনের কথা প্রকাশ্যে বলতে একেবারেই ভয় পান না। সম্প্রতি যেমন ‘পাঠান’ ঝড়ের মাঝেই ছবিটি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি। সারা বিশ্বের সিনেপ্রেমী মানুষ যখন ‘পাঠান’এর সাফল্য দেখে শাহরুখকে নিয়ে মাতামাতি করতে ব্যস্ত, তখনই স্রোতের বিপরীতে হেঁটে এক বিস্ফোরক মন্তব্য করে বসে বসলেন রামগোপাল।
সম্প্রতি ‘কানেক্ট দিল সে’র সঙ্গে আলাপচারিতার সময় ‘পাঠান’ নিয়ে নিজের মতামত রাখেন রামগোপাল। পরিচালক বলেন, ‘দেখুন যশ নামের একজন অচেনা নায়ক যদি ৫০০ কোটির ব্যবসা (কেজিএফ চ্যাপ্টার ২) করতে পারেন, তাহলে শাহরুখ খানের কাছে ৫০০ কোটির ব্যবসা করা কোনও ব্যাপারই নয়’।
এখানেই থামেননি রামগোপাল। তাঁর সংযোজন, ‘যশের তুলনায় অনেক বড় একটি নাম হল শাহরুখ খান। তবে যদি যশ এই পরিমাণ ব্যবসা করতে পারে, যদি ‘কানতারা’ এত বড় হিট হতে পারে, কিংবা ‘পুষ্পা’ সফল হতে পারে- যেখানে হিন্দির কোনও মানুষই আল্লু অর্জুনকে চিনত না। তাহলে আমার মনে হয় স্টারডমের সংজ্ঞা আগের থেকে অনেক বদলে গিয়েছে’।
যদিও এই প্রথম নয়, ‘পাঠান’ রিলিজের দু’দিন পরেই টুইট করে ছবিটি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন রামগোপাল। তিনি টুইটারে লিখেছিলেন, ‘১) ওটিটির যুগে থিয়েটারের কালেকশন আর কখনও ভালো হবে না, ২) শাহরুখ খান ডুবন্ত তারকা, ৩) সাউথের মতো ব্লকবাস্টার ছবি বলিউড আর তৈরি করতে পারবে না, ৪) ‘কেজিএফ ২’র প্রথমদিনের বক্স অফিস কালেকশন ভাঙতে কয়েক বছর লেগে যাবে- প্রত্যেকটি ধারণা ‘পাঠান’ ভেঙে দিয়েছে’।
1.
Theatre collections will never be great again in times of OTT
2.
SRK is a fading star
3.
Bollywood can never make a COMMERCIAL BLOCKBUSTER like the south masala directors
4.
It will take years to break the day 1 collections of KGF 2ALL above MYTHS broken by PATHAN
— Ram Gopal Varma (@RGVzoomin) January 27, 2023
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ গত ২৫ জানুয়ারি রিলিজ করেছে। শাহরুখ-দীপিকা-জনের ছবি সপ্তাহান্তে তো বটেই, সপ্তাহের ব্যস্ততম দিনগুলিতেও ভালো ব্যবসা করছে। মাত্র ৭ দিনের মধ্যে ছবিটির বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ৬০০ কোটি পেরিয়ে গিয়েছে। শুধুমাত্র ভারতেই ৩০০ কোটি টাকা আয় করেছে ‘কিং খান’এর সিনেমা।